logo
আপডেট : ২৫ ফেব্রুয়ারী, ২০২৪ ০৬:১০
আজকের ছড়া/কবিতা
বিহঙ্গ মন
কোহিনুর রহমান

বিহঙ্গ মন

স্বপ্ন রঙিন বাসর রচি ভাঙা নদীর কূলে, 
বিহঙ্গ মন তোমায় খুঁজে গন্ধ মাখা চুলে।
আম মুকুলের মধুর লোভে মৌমাছি গান গায়,
এই দু'চোখের পাতার বাঁশি হাওয়ায় গুনগুনায়।
যেই স্বপনে তোমার নেশায় মনে উঠে ঝড় 
সেই ঝড়েতে নড়বড়ে হয় গোধূলিয়ার ঘর।
ফুলের দলে রঙ বাহারে রঙের বাসর গড়ে
সরব আমার নীরব পুরে গোপন অশ্রু ঝরে। 
দগ্ধ হৃদয় তুমি বিহীন অগ্নিশিখায় জ্বলে,
শূন্য নীড়ের নিকান কোণে আঁধার রাত্রি খেলে।
মিছে আলোর পিছন ঘুরে মরছি অবহেলে,
জীবন সময় যায় যে বয়ে ঘোরের উর্মি ঠেলে।
ভুল সাধনায় ভাসাই তরী ভাটির জলের টানে,
ধুকপুকে মন যায় যে ছুটে উজানে সুর-গানে।
নিশি জাগা আকাশ সে তো চাঁদের আলো লুঠে
বিহঙ্গ মন সব ছাপিয়ে উর্ধ্ব পানে ছুটে।