logo
আপডেট : ২৬ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:১৩
আজকের ছড়া/কবিতা
দূষণ
এ.এইচ.এম মোতালেব

দূষণ

আকাশ নীল
আনন্দিত মন
সবুজ মাঠ
দৃষ্টি সবুজ
চারদিকে শান্তির নীরব মিছিল
ঝলমলে প্রতীক উড়ে সুবাসিত বাতাসে
 
আতশবাজির স্ফূলিঙ্গ শহরময় উড়ে
দূষণ আতঙ্কে ভীত মানব সভ‍্যতা
দূষণ বাড়ে দূষিত নিয়মে 
 
সময়ের সাহসীরা আসবেই ফিরে
সুন্দরের আবাসভূমিতে।