
আপডেট : ২৭ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:০৫
আজকের ছড়া/কবিতা
মাদক বিরোধী পুঁথি
রোকনুজ্জামান জুয়েল
ধুমপানে বিষপান বলে সর্বজন
টাকার সাথে জীবন নষ্ট রাখিও স্মরণ
মাদকে আছে ভাইরে বিষাক্ত নীল বিষ
গ্যাস্ট্রিক আলসার হয় লিভার সিরোসিস
হইও না কখনো তুমি গাঁজাতে আসক্তি
ধীরে ধীরে লোপ পাইবে তোমার স্মৃতিশক্তি
ক্যান্সার হইলে পরে জীবন পুড়ে ছাই
এই পৃথিবী যাবে ছেড়ে বাঁচার উপায় নাই
মাদকের ছোবলে তোমার জীবন অবসান
দিও না কখনো তুমি মাদকে সুখটান।।
ফেন্সিডিল কিংবা ভাইরে খাইলে হিরোইন
পুরুষ হইতে পারে পুরুষত্বহীন
ইয়াবা হইলো ভাইরে আরও সর্বনাশা
একূল ওকূল সব ছাড়িয়া হারাইবা দিশা
হাতেপায়ে খিঁচুনি হয় বাড়ে হৃৎস্পন্দন
মস্তিষ্কে হইতে পারে রক্তক্ষরণ
লিভার ও কিডনির ক্ষতি বলে সর্বলোকে
প্রাণ থাকিতে এই জীবনে মরবে ধুঁকে ধুঁকে
সরকার করেছে মাদক বিরোধী আইন
কারাদণ্ড হইতে পারে হইবে আর্থিক ফাইন
একবার ধরা পড়লে পরে হারাবে সম্মান
দিও না কখনো তুমি মাদকে সুখটান।।
দশ-বারোটা টাকা লাগে একটা সিগারেট
খোঁজ নিয়ে দেখ ভাইরে ইটের একই রেট
পাঁচ-সাতটা খাও যদি তুমি প্রতিদিনে
এক বছরে কয়টা খেলে দেখ গুনেগুনে
এইভাবে ত্রিশ বছর কইরা দিছো পার
এমনি করে ইট খেয়েছো হাজারে হাজার
এই টাকায় হইতো তোমার সাততলা এক বাড়ি
সেই বাড়ি করতে বসত লইয়া সুন্দর নারী
পুত্র-কন্যা লইয়া হইতো হবে সুখেরই বাগান
দিও না কখনো তুমি মাদকে সুখটান।।