চলছে পুলিশ সপ্তাহ-২০২৪। আজ বৃহস্পতিবার উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রীর। পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয় আজ বিকাল ৫ টায় এ বৈঠক রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে পুলিশ সপ্তাহ-২০২৪ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী পুলিশ সদস্যদের কুচকাওয়াজ পরিদর্শন করেন। বিশেষ অবদানের জন্য পুলিশ বাহিনীর ৪শ কর্মকর্তা ও সদস্যকে সম্মানসূচক পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে তিনি আনুষ্ঠানিক ভাবে পুলিশ সপ্তাহ-২০২৪ উদ্বোধন করেন।
গত ১ ডিসেম্বর ২০২২ হতে ১০ জানুয়ারি ২০২৪ পর্যন্ত অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ ৩৫ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ৬০ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ৯৫ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ এবং ২১০ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’ পদকে ভূষিত করা হয়। প্রধানমন্ত্রী সবাইকে পদক পরিয়ে দেন।
আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।