
আপডেট : ৯ মার্চ, ২০২৪ ১০:১২
দগ্ধ পৃথিবী
নাজমুল ইসলাম
হে প্রিয়তমা তোমার কাজল কালো চোখের কসম
এমন আলো আমি কখনোই চাইনি
চেয়েছিলাম কিছুটা অন্ধকার জেগে থাকুক রাত্রির গুহায়
কিছুটা পরে থাকুক কাঙাল হৃদয়ের গহীন কূপে
শ্মশানের মতো ক্ষুধার্ত কৌশলী আলোর চেয়ে
আমার খুব প্রিয় অমাবস্যার বোকা অন্ধকার
এ কোন সাঁঝবাতি জ্বাললে মোর অন্ধকার গৃহে
যেই আলো আমার পৃথিবী পুড়ে আজ অঙ্গার
চেয়ে দেখি তব আলোয় পুড়ে গেছে
অবুঝ শিশুর দাঁত সাদা দাঁতের মায়াবী হাসি
পুড়ে গেছে সবুজের মাঠ, ফুল, পাখি নদী আর
নব দম্পত্তির সিঁথির সিঁদুর উড়ন্ত পাখির অবাধ্য ডানা
যে আলো পুড়াতেই কেবল ডাকে সেই আলো তো চাইনি
আমি তো একবিন্দু নিরেট প্রেম এক মুঠো-
বিশুদ্ধ আলোর তৃষ্ণায় তব দুয়ারে আজীবন কড়া নেড়েছি
তোমার খোঁপায় হৃদয় গুঁজে দিয়ে দরজায় পেতেছি হাত
পৃথিবীর সব আলোয় যে পুড়েছে বহুকাল আগে
তারে আর নতুন করে তুমি কতই পুড়াবে
প্রিয়, শ্মশানে আগুন জ্বেলে ডেকো অন্ধকার এ আমারে
হৃদয়ের আগুনে এবার পোড়াও খুব করে নব কৌশলে।