
আপডেট : ১১ মার্চ, ২০২৪ ০৮:৪৯
দীর্ঘশ্বাসের গল্প
আলম মাহবুব
দীর্ঘশ্বাসের পাতারা পড়ে থাকে গাছের ছায়ায়
প্রিয় গল্পে ট্রেনের হুইসেল
বিকেলের সূর্য ডুবে
সাগরের জল ছুঁয়ে বিদায়ের আয়োজন
কোথাও তো বাঁশি বাজে রোদ্দুরের
খোলা জানালায় নৈঃশব্দের ছায়ারা
বিরহের গান গায়
"কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই"
এলো চুলে দীর্ঘশ্বাস দাঁড়ায় দুয়ারে শূন্য দৃষ্টি
কার যেন ছায়া পড়ে শ্যাওলা পড়া উঠোনে
ফেরে না সে পথের মায়ায়
গল্পটা ঝুলেই থাকে মুদ্রার গুঞ্জনে।