logo
আপডেট : ১২ মার্চ, ২০২৪ ১০:২৪
স্মৃতি
শরীফুল আলম ভূইয়া (সোহান)

স্মৃতি

সৈয়দ বাড়ির সৈয়দ কোথায়?
মীরেদের জৌলুস,
কোথায় গেলো খাসকামরা?
মন জুড়ে আফসোস!
 
বাড়ি ভর্তি লোক সমাগম 
সুনাম ছিলো বেশ ; 
এখন তো আর আগের মতো 
নেই আনন্দ লেশ!
 
ঈদ-পরবে উঠতো জমে 
বাড়ি মিলন মেলায়
সবাই মিলে মজতো বেশ 
দাবা,কেরাম খেলায়!
 
চাঁনরাতেতে আড্ডা মারা
বড়ই মজার খুব
নতুন জামা নতুন জুতায়
ভীষণ ছিলো লোভ।
 
কোথায় গেলি ডাকছে মায়ে
সাজু সোহান শাহান
পথের পানে দেখ্ না চেয়ে 
আসছে মেহমান !
 
পুরান বাড়ি নতুন বাড়ি 
চলতো আসা যাওয়া।
এখন কি আর যায়রে ভাবা 
সবকে কাছে পাওয়া!
 
চদ্দী বাড়ি শিলের ডোবা 
সিংগের বন্দ,পাড়া
এখন কি আর হয় রে ঘোরা 
ভেবেই দিশে হারা!
 
স্মৃতি নিঠুর পালিয়ে বেড়ায়
দিচ্ছে না আর ধরা
ভেবেই ভেবে হচ্ছি কাতর
কষ্টে জীবন ভরা।