logo
আপডেট : ১৪ মার্চ, ২০২৪ ০৯:৫০
বিধাতা
ফরাজী মোহাম্মদ রফিক

বিধাতা

তুমি কি আমার নক্ষত্রপুঞ্জের ক্ষীণ আলোকরেখা , 
নাকি বাঘোরা নদীর তীরের অজন্তা ?
রাতের হিমে ঝরে পড়া কোন বনফুল , নাকি
নীল আকাশে উড়ে যাওয়া অচেতন বলাকা ?
কখনও ভাবি , তুমি কেবলই  জলছবি
ঐ যে সুদূর নীহারিকায় তোমাকে দেখি ৷
 
কেমনে পারলে তুমি ,
ছিন্ন করতে অজবীথি 
দিগন্তব্যাপী অন্ধকার ছড়িয়ে 
কেমনে বুঁজলে আঁখি  ?
 
তোমার বাগানে আবেগে বেড়ে ওঠা ভ্রূণটি
তোমাকে ছুঁয়ে দেখতে পারেনি , 
ঘুমন্ত চোখের জলটলমল মনিগুলো
তোমার প্রতিচ্ছবি দেখতে পারেনি ৷
ছত্রিশ ঘণ্টার একহাত মানুষ , 
বলো ; কতটুকু তার ক্ষমতা !
তোমার পরশ স্নেহ ভালবাসার বৃত্তে বাইরে 
আমাদের অস্তিত্ব , অনেকটা জীর্ণ ;
অনেকটা গোটানো , কিছুটা অন্যরকম ৷
আমার কী সাধ্য , তাকে করি পূর্ণ ?
বিধাতা তোমাকে জানি , তোমাকেই মানি ,
এতো নিষ্ঠুরতা ছিলো কি,প্রয়োজন খুব ?