আপডেট : ১৫ মার্চ, ২০২৪ ১১:২৩
ইচ্ছে করে যেতে ফিরে
পংকজ পাল
ঢেউয়ের সাথে মন দুলিয়ে,
চলছে জীবন সব ভুলিয়ে।
সব থেকে যায় স্মৃতির পাতায়,
থাকলে লেখা জীবন খাতায়।
লাল সবুজের মায়ার বাঁধন,
হলুদ হলেই আসে কাঁদন।
যেতে যেতে নদীর বাঁকে,
রং তুলিতে জীবন আঁকে।
ভিজা জীবন পড়লে খরায়,
হলুদ তখন লাল বনে যায়।
অতীত স্মৃতি মনে পড়ে,
দু-চোখ দিয়ে বৃষ্টি ঝরে।
যাচ্ছে এমনি জীবন কেটে,
কী আর হবে অতীত ঘেঁটে।
চলছে যেমন চলতে থাকুক
কেউ ডাকুক আর নাই-বা ডাকুক।
নতুন নতুন দেশ শহরে
রাস্তা হারায় শেষ প্রহরে,
ইচ্ছে করে যেতে ফিরে
ছেলেবেলার ছোট্ট নীড়ে।