logo
আপডেট : ১৬ মার্চ, ২০২৪ ১০:০২
উন্মাদ
এম.কে.হক

উন্মাদ

এক অদ্ভুত নষ্ট কল্পনার রাজ্যে আমার বসতি 
আঁধারের জমকালো চুম্বন ঠেঙ্গিয়ে জেগে উঠে সূর্য 
ক্ষুধার্ত কুকুর যেমন দৌড়ায় তরলী আবেগ
গেলার নির্বোধ প্রতিশোধের ঝুলন্ত সৌকর্যে। 
 
আমিও দৌড়াই উমউম জীর্ণ কাঁথার মায়া মাড়িয়ে 
এক নন্দিত রাক্ষসের ক্ষুধা নিবারণে..
বরফ আশ্রিত শীতল জলে চেপে ধরি নষ্ট শরীর
পবিত্র হও,নত হও, জল্লাদের রক্ত হাসির প্লাবনে।
 
জলহীন দুটি চোখ হলুদ হয়ে আসে.. 
দৌড়াতে থাকি মধ্য দুপুরে কামুক আগুন ছায়ায়
ছায়াবৃক্ষের হাতছানি দ্রোহের মৃত্যুঘ্রাণ । 
কী অপূর্ব শ্যামল কেশের হাওয়া শিমুলের দেহ কাঁটায় ভরা পৌরষিত প্রাণ। 
 
ধর্মের মতো দণ্ডায়মান নতজানু আইনী শিকল 
লাল-নীল কালিতে প্রতিবাদের কাগুজে আগুন 
অন্ধ দেবতার গর্জনে কেঁপে ওঠে সিংহ হন্তদন্ত দু’ফোটা শুষ্ক অশ্রু জীবনের গহীন প্রতিবাদ..
পর জনমে জন্ম হলে নাম রেখো বোধহীন উন্মাদ।