
আপডেট : ১৭ মার্চ, ২০২৪ ০৯:১৮
বিয়ে
শহীদুল ইসলাম
দরাজ গলায় গান ধরেছে
কোলা ব্যাঙের ছা,
তাইনা শুনে হুলো বিড়াল
গাইছে তাইরে না।
হুতোম পেঁচা গো ধরেছে
খাবে নাকি পান,
খোকা যাবে শশুরবাড়ি
গাইতে গাইতে গান।
শিয়াল মামা রাত দুপুরে
হুক্কা হুয়া ডাকে,
পাঠশালাতে পাঠ দেবে সে
চশমা এঁটে নাকে।
ময়না পাখি গয়না পরে
সাজে বধুর সাজ,
সানাই বাজে বাঁশি বাজে
বিয়ে হবে আজ।