logo
আপডেট : ২৩ মার্চ, ২০২৪ ১০:০৩
পাহাড় কিনবো
সুশান্ত কুমার পণ্ডিত

পাহাড় কিনবো

আমি নিয়ত দেখি পাহাড়
বুকের ভিতর জমানো কষ্ট!
 
সেখানে কোনো আলো নেই
আছে তার রেখে যাওয়া আঁধার। 
শব্দের আলোয় আলো চাই
কিনতে চাই সবুজ একটা পাহাড়।
 
সবুজ আর সবুজ সুনসান 
কোথাও পাখির কলতান।
উপরে নীল নীচের সবুজ
তার সব হোক আমার।
মাটির মায়ায় কিনতে চাই 
একটা সবুজ পাহাড়।।
ঝরনা জলে গা ভেজাবো
নুড়ির শব্দে পা নাচাবো
ঢেউয়ের তালে সুর মিলাবো
দেখবো রূপের বাহার।
আমি একটা পাহাড় কিনবো পাহাড়। 
 
আমি কিনবো একটা পাহাড় । 
নিঝুম বনে ঝিঝির গান
পাখ পাখালির কলতান
নিসর্গ হবে রাত দিনের আহার।
আমি একটা পাহাড় কিনবো পাহাড়।