আপডেট : ২৬ মার্চ, ২০২৪ ১১:১৭
ছায়াবৃত্ত
মিলি রায়
আনন্দ মানুষকে যতটা সমৃদ্ধ করে
তারচেয়ে বেশি সমাহিত করে দুঃখ
গ্লাসে উপচে পড়া রাশি রাশি তুরীয় বুদ্বুদের মতো
জীবনকে একটু একটু করে ক্ষয় করেই মেলে
নির্ভার ফিনফিনে আনন্দ
আর দুঃখ, তাকে জমিয়ে রাখে নক্ষত্র কোরকে
ঠোঁটের কোণে কুন্দফুল হাসি ছড়িয়ে
এক ঝলক আলোর মতো যখন সামনে এসে দাঁড়ায়
থামিয়ে দেয় মনময় সহস্র সমুদ্র গর্জন
এই সন্ধ্যে গড়ানো প্রজ্জ্বলিত দুঃখ
যেন এক শান্ত নদী
যার বয়ে চলা আছে, আছে ঢেউ
তবে ভাসায় না, সাবধানে নিয়ে যায় গন্তব্যে
হাতে মোমবাতি নিয়ে ধীরে ধীরে হেঁটে যাওয়া
মৌন মিছিলের মতো মনকে পৌঁছে দেয় সহজ তারল্যে।
সোনার খাঁচায় বসে জীবনের ওম নেয়া সুখগুলো
তখন দাঁড়িয়ে থাকে পাড় ভাঙা নদীর তীরে
ভাসতে চায় ভাসাতে চায়
ছুঁয়ে দেয় পুরোনো ব্যাথার তীব্র ক্ষত নরম আঙুলে।
মুখের সমস্ত ভাঁজ মন্থন করে
ঘুরে যায় ঘড়ির কাঁটা
ভেসে যায় প্রস্তর প্রতিমা শব্দের কুহক জালে।