logo
আপডেট : ৩০ মার্চ, ২০২৪ ১৯:৪২
প্রয়োজনে আবার লড়াই করবো তবু ভারতের দাসত্ব মেনে নেব না -পীর সাহেব চরমোনাই
নিজস্ব প্রতিবেদক

প্রয়োজনে আবার লড়াই করবো তবু ভারতের দাসত্ব মেনে নেব না
-পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নিয়ে ভারতের খবরদারী স্বাধীনতার ওপর হস্তক্ষেপের শামিল। একটি স্বাধীন দেশের অভ্যন্তরীন বিষয় নিয়ে পার্শ্ববর্তী বন্ধুপ্রতীম দেশের হস্তক্ষেপ আমাদেরকে নতুনভাবে ভাবিয়ে তুলছে। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ভারত আমাদের ওপর গুলি ছুঁড়ে মানুষ হত্যা করে কি বুঝাতে চায়? আমরা পরিস্কারভাবে বলতে চাই। পাকবাহিনী থেকে দেশ স্বাধীন করেছি ভারতের দাসত্ব মেনে নেয়ার জন্য নয়। প্রয়োজনে আবার লড়াই করবো, তবু ভারতের দাসত্ব দেশের জনগণ মেনে নেবে না। 

এক বুক প্রত্যাশা লাখো শহীদের রক্ত ও জীবনের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশে কেউ হস্তক্ষেপ করতে চাইলে তাদের রাঙা চোখে জনগণ আঙুল দিতে বাধ্য হবে।

আজ ৩০ মার্চ শনিবার বিকাল ৪টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগ  বদরের শিক্ষা আমাদের করণীয় শীর্ষক আলোচনা, ইফতার মাহফিল ও বদরী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, নায়েবে আমীর মাওলানা আবদুল হক আজাদ,  প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।

সংগঠনের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মজিবুর রহমান হামিদী,  ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারি জেনারেল মোস্তফা  তারেকুল হাসান, ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা আমিনুল ইসলাম,  বাংলাদেশ খেলাফত মজিলিশ ঢাকা মহানগর সভাপতি  নূর মোহাম্মদ  আজিজি, জমিতে ওলামায়ে ইসলাম  বাংলাদেশ, ঢাকা মহানগরীর সেক্রটারি আতাউর রহমান খান, সভাপতি এ্যাড. নাজিম উদ্দীন, গণ অধিকারে পরিষদ ঢাকা মহানগর সভাপতি এডভোকেট নাজিম উদ্দীন, 
আলহাজ আলতাফ হোসেন, আলহাজ আবদুল আউয়াল মজুমদার, ডা. শহীদুল ইসলাম, মওলানা আবদুর রাজ্জাক, নুরুজ্জামান সরকার, কেএম শরীয়াতুল্লাহ, হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, মাওলনা নাজির আহমাদ, এম জসিম খাঁ প্রমুখ। 

পীর সাহেব চরমোনাই আরও বলেন, স্বঘোষিত প্রধানমন্ত্রীর নির্দেশে ইফতার মাহফিল বন্ধ করে দেয়া হয়েছে এটা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার। আওয়ামী লীগ দলীয়ভাবে ইফতার বয়কট করেছে, এরা কেন ইফতার বাদ দিলো এটা আমাদের প্রশ্ন। ঢাবিসব বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা কারা করেছে তা জাতির সামনে স্পষ্ট।  ইসলাম, দেশ ও মানবতার পক্ষে বদরের শিক্ষা নিয়ে মাঠে নামলে বাতিল পালাতে বাধ্য হবে।

সভাপতির বক্তব্যে মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, ডামি সরকার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ত্বের জন্য চরম হুমকি। এ সরকারের ওপর ভর করে ভারত আমাদের দেশে নগ্ন হস্তক্ষেপ করার দুঃসাহস দেখাচ্ছে। আজ দেশের মানুষ ভালো নেই। দ্রব্যমূল্যের বাজারের আগুনে সাধারণ মানুষ পুড়ে চাই হচ্ছে। বদর দিবসের শিক্ষা কাজে লাগিয়ে ফ্যাসিবাদমুক্ত দেশগঠনের অঙ্গীকার নিতে হবে।