আপডেট : ৩১ মার্চ, ২০২৪ ১৪:৪৮
যে কবিতা মৃত
লোকমান হোসেন
হঠাৎ...
নিরুদ্দেশে গিয়ে অনেকেই
হয়ে গেছে অমর কবিতা;
'তাহারেই পড়ে মনে'!
এরপর...
আবৃত্তি হতে থাকে অবিরত
একা কিংবা সমবেত কন্ঠে,
বাচিক-অবাচিক, ভরাট-কর্কশ
কোমল ও বেসুরা কন্ঠেও।
তবে...
চাক্ষুসে সে কবিতা ছিলো বাজেয়াপ্ত,
স্বেচ্ছায় বা অতি আগ্রহে কখনো
তাকে পাঠই করেনি অলস পাঠক।
কিন্তু..
যেই হয়ে গেছে নিরুদ্দেশ,
অমনি পাঠ হতে থাকে।
মাইকে ফেস্টুনে দেয়ালে,
প্রকাশ্যে-গোপনে,গুনগুন করেও
সেই কবিতা পাঠ হতে থাকবে।
কোনোদিন..
কেউ নেড়েচেড়েই দেখেনি
মূল্যবান এই পান্ডুলিপি,
বইস্ফিতির বাজারে যাকে
প্রকাশে ভীষণ অনিহা ছিলো;
বেকার প্রকাশকেরও!
অথচ...
যেই হয়ে গেছে নিরুদ্দেশ,
অমনি প্রকাশিত হলো,
'তাহারেই পড়ে মনে' কবিতা।
এখন...
আবেগ স্মৃতি ও ভালোবাসায়
পাঠ হতে থাকবে; ব্রহ্মপুত্রেরও কন্ঠে,
শোক-স্মৃতি শ্রদ্ধার সব আয়োজনে
'তাহারেই পড়ে মনে' কবিতাটি।