logo
আপডেট : ১ এপ্রিল, ২০২৪ ১১:০৮
ধূসর বিবর্ণ আলোয় তুমি ফিরবে
নাহিন শিল্পী

ধূসর বিবর্ণ আলোয় তুমি ফিরবে

একদিন তুমিও ফিরবে দুরন্ত মেঘের কাছে 
নি:সীম জোছনার কাছে 
নীলাদ্রি নদীটার কাছে। 
প্রচণ্ড ব্যস্ততা শেষে বড়ো একা লাগবে যখন 
শুভ্র সোনালি সায়রের তোলপাড় তরঙ্গ ছুঁয়ে, সেদিন...
রিমঝিম বরষায় তোমার ভীষণ আকুতিরা ঝরবে 
আকাশে বলাকার দল পাখনা মেলবে 
পড়ন্ত বিকেল বিভোর হবে তোমার আটপ্রৌঢ়ে আর্তনাদে 
গোধূলি রং ছড়িয়ে রাঙাবে না আর
তোমার নির্মম অষ্টপ্রহর 
তুমি সুনিশ্চিত পরাজয়ে চোখের কোণের নিলাভ আলোয় যে মুখ কল্পনার ক্যানভাসে তুলে ধরবে 
হৃদয় বলে দেবে তুমি তার সফেদ স্বপ্নের ভিত ভেঙ্গেছিলে 
আড়ষ্ট প্রেম দিয়ে নি:স্ব করেছিলে তার সুবর্ণ পৃথিবী 
তার মৌনতার সাতকাহন জুড়ে কেবলি তোমার রক্তাক্ত স্মৃতি ; যতোটা বঞ্চনা পেলে জীবন ঊষর রঙহীন হয়।
অক্ষম তুমি , নিস্তেজ তুমি ধুঁকে ধুঁকে বেদনার 
ঋণ শোধ দেবে
রাতের আঁধারে বিবস্ত্র তারার আলোয় বহতা শোকের কান্নায় স্তব্ধ হবে তোমার আজন্ম লালিত প্রেম 
অভিশাপে বিলীন হবে তোমার চিরচেনা পথ 
তুমি ফিরে এসেছো জেনে নির্ভীক শুশুকেরাও লজ্জায় মুখ লুকাবে স্রোতস্বিনীর নোনাজলে 
বেদনার দীর্ঘশ্বাসে থেমে যাবে স্নিগ্ধ সমীর। 
কফিনের গা ছুঁয়ে স্ফুলিঙ্গ হয়ে জ্বলে ওঠা
ধবধবে পোষ্টারে লেখা থাকবে, 
"তোমার ভালোবাসা না পেলে আমাকে মরতে হবে। " 
ভালোবেসে ছিলাম, যতোটা বাসলে বালিয়াড়ি চর ভেঙ্গে নাব্যতায় ফেরে জীবন। 
যতোটা ভালোবাসলে কুসুম কলি প্রস্ফুটিত হয় হৃদয়াবেগে 
যতোটা ভালোবাসলে সবুজের আভায় স্নিগ্ধতা ছড়ায় পৃথিবী। 
 
মিথ্যের বেসাতি সাজিয়েছিলে তুমি, 
তৃষার্ত পরিযায়ীর মতো সবটুকু নিয়ে ফিরে গেছো তার
তবুও তোমাকে ফিরতেই হবে জেনো একদিন আমিহীন এই ধূসর বিবর্ণ আলোয়...
প্রহসনে হারিয়েছো যাকে, সে ছিলো কেবলি তোমার ।