রাজধানীর পল্লবীতে বাসায় ঢুকে দম্পতিকে কুপিয়ে জখমকারী চিহ্নিত কিশোর গ্যাং "সোলাইমান বাবু গ্রুপ"এর লিডার সোলাইমান বাবুসহ তিন জনকে গ্রেফতার করেছে র্যাব-৪। গ্রেপ্তার অন্যরা হলেন আলী ওরফে আল আমিন (৩৪) ও জাকির হোসেন ওরফে ব্লাক জাকির (২৮)। গত ৮ এপ্রিল রাতে রাজধানীর পল্লবী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, রাজধানীর পল্লবী এলাকায় বেশ কিছু কিশোর গ্যাং সক্রিয় রয়েছে তন্মধ্যে কিশোর গ্যাং ‘সোলাইমান বাবু গ্রুপ’এর লিডারসহ ২০/৩০ জনের সক্রিয় সদস্য রয়েছে। এই গ্যাং এর সদস্যরা মিরপুর এর আশেপাশের এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, মাদক সেবন ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত। ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম ইদ্রিস আলী (৪০) এর সাথে গ্রেফতারকৃত আসামীদের পূর্ব শত্রুতা ছিলো। পূর্ব শত্রুতা এবং মোবাইল চুরির একটি ঘটনার জের ধরে গত ৮ এপ্রিল ভোর রাতে গ্রেফতারকৃত আসামীরা ভিকটিমের বাসার দরজা ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করে দেশীয় অস্ত্র দ্বারা ভিকটিম’কে উপর্যুপরী আঘাত করতে থাকে। ভিকটিমের স্ত্রী মোছাঃ চাঁদনী (৩০) ভিকটিমকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে গ্রেফতারকৃতরা তাদের কাছে থাকা দেশীয় ধারালো অস্ত্র দ্বারা ভিকটিমের স্ত্রীকেও কুপিয়ে গুরুতর জখম করে। ভিকটিম ও তার স্ত্রীর আত্মচিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হলে গ্রেফতারকৃতরা ভিকটিম ও তার স্ত্রীকে বিভিন্নপ্রকার হুমকি প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে স্থানীয় লোকজন গুরুতর আহত ভিকটিম ও তার স্ত্রীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অদূর ভবিষ্যতেও এরুপ কিশোর গ্যাং এর বিরুদ্ধে র্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।