logo
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৪ ২১:০৭
“সাইবার অপরাধ নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের অংশগ্রহণ অপরিহার্য ”-সিআইডি প্রধান
নিজস্ব প্রতিবেদক

“সাইবার অপরাধ নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের অংশগ্রহণ অপরিহার্য ”-সিআইডি প্রধান

আধুনিক বিশ্বে প্রযুক্তির উৎকর্ষ সাধনের ফলে মানুষ প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়েছে। আমাদের দৈনন্দিন সব কাজই কোনো না কোনোভাবে তথ্য প্রযুক্তির উপর নির্ভরশীল। এখন মানুষ খুব সহজে সেকেন্ডের মধ্যে বিশ্বের যে কোন জায়গায় ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত হতে পারছে। এতে করে মানুষ যেমন সুবিধা ভোগ করছে তেমনি কিছু ঝুঁকিও থেকে যাচ্ছে। দুষ্কৃতকারীরা এই সুযোগটা কাজে লাগিয়ে অনলাইনে বিভিন্ন ধরনের অপরাধ যেমন- সাইবার প্রতারনা, অর্থ লোপাট, সাইবার এ্যাটাক, মাদক ও মানব পাচার, পর্নোগ্রাফি, হ্যাকিং, ফিশিং, ম্যালওয়্যার, র্যা নসমওয়্যার, ডেটা ব্রিচ, সাইবার বুলিং ইত্যাদি সংগঠিত করছে। এ সকল অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সিআইডি, বাংলাদেশ পুলিশ অপরাধীদের আইনের আওতায় আনাসহ সামাজিক সচেতনতা তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় অদ্য ২৭/০৪/২০২৪ তারিখ সিআইডি সদর দপ্তরে Students engagement to combat cybercrime শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মোহাম্মদ আলী মিয়া বিপিএম, পিপিএম। 
 
প্রধান অতথিরি বক্তব্যে তিনি বলেন, সাইবার অপরাধ নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের অংশগ্রহণ অপরিহার্য। আজকের ছাত্রছাত্রীরাই আগামীর ভবিষ্যৎ, তারাই হবে জাতির কর্ণধার ও দেশগড়ার কারিগর। সাইবার বুলিং, সাইবার হ্যারেজমেন্ট, আনইথিক্যাল কন্টেন্ট, হ্যাকিং, ফিশিং, ম্যালওয়্যার, র‍্যানসমওয়্যার ইত্যাদি সাইবার অপরাধ প্রতিরোধে আজকের ছাত্র-ছাত্রীরাই আগামীতে ফ্রন্টলাইন ফাইটার হিসাবে কাজ করবে। সিআইডি প্রধান আরো বলেন, তরুন প্রজন্ম তথা শিক্ষার্থীরা ডিজিটাল এওয়ারনেস বিল্ডআপের মাধ্যমে সাইবার অপরাধ নিবারণে সক্রিয় হয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সিআইডির সাথে যৌথভাবে কাজ করবে। সেমিনারে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা এই প্রশিক্ষনের পর থেকে সিআইডির এম্বেসেডর হিসেবে সাইবার অপরাধ নিবারণ এবং সাইবার অপরাধ সংক্রান্ত তথ্য সিআইডিকে অবহিত করবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন। 
 
উক্ত সেমিনারে ১) ঢাকা বিশ্ববিদ্যালয়, ২) বাংলাদেশ প্রকৌশল ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), ৩) জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ৪) ব্রাক বিশ্ববিদ্যালয়, ৫) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ৬) উত্তরা বিশ্ববিদ্যালয়, ৭) কানাডিয়ান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এবং ৮) গ্রীন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে মোট ২৫৪ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করেন।
 
সেমিনারে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রম নিয়ে প্রধান আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন জনাব মুহাম্মদ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি, সাইবার ইনভেস্টিগেশন এন্ড অপারেশনস। তিনি তার বক্তব্যে সাম্প্রতিক সাইবার অপরাধের ধরণ, করণীয়, প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে আলোচনা করেন।জনাব মুহাম্মদ সামছুল হক,  পুলিশ সুপার, ডিজিটাল ফরেনসিক, সিআইডি মহোদয় তার আলোচনার মাধ্যমে ডিজিটাল ফরেনসিক এর বিভিন্ন দিক তুলে ধরেন।উক্ত সেমিনারে প্রফেসর ড. খান সরফরাজ আলী, মডারেটর হিসেবে বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে সাইবার অপরাধ বিষয়ক তার গবেষণাকর্ম নিয়ে আলোচনা করেন।সেমিনারের প্রশ্ন-উত্তর এবং উন্মুক্ত আলোচনা পর্বে আগত তরুন শিক্ষার্থীরা প্রানবন্ত অংশগ্রহণ করেন।উক্ত সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সাইবার অপরাধ সম্পর্কে নিজেদেরকে সমৃদ্ধ করেন এবং তাদের মতামত প্রকাশ করেন। সেমিনার শেষে প্রধান অতিথি অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকে সনদ প্রদান করেন এবং শিক্ষার্থীরা সিআইডির ফরেনসিক ল্যাব সমূহ পরিদর্শন করেন।উক্ত অনু্ষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সমাপনি বক্তব্য প্রদান করেন জনাব তানভির হায়দার চৌধুরী, অতিঃ ডিআইজি (প্রশাসন), সিআইডি।
 
সেমিনার শেষে সাইবার নিরাপত্তায় নিম্নবর্নীত করণীয় সম্পকে পরামর্শ প্রদান করা হয়।
 
 সফ্টওয়্যার এবং অপারেটিং সিস্টেম সবসময় আপডেট রাখুন।
 অ্যান্টি-ভাইরাস সফ্টওয়্যার ব্যাবহার করুন ।  
 সোস্যাল মিডিয়া, ব্যাংক অ্যাকাউন্টসহ সব জায়গায় শক্তিশালি পাসওয়ার্ড ব্যাবহার করুন।
 অনলাইন বা সোস্যাল মিডিয়ায় আপনার সেনসিটিভ তথ্য শেয়ার থেকে বিরত থাকুন।
 কখনোই স্প্যাম ইমেইলের অ্যাটাচমেন্ট খুলবেন না।
 স্প্যাম মেইলের কোনো লিঙ্ক এবং অবিশ্বস্ত কোনো ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করবেন না। 
 সম্পূর্ণ নিরাপদ মনে না হলে কখনোই কোথাও বা কাউকে ব্যক্তিগত তথ্য দিবেন না। 
 আপনি কোন ওয়েবসাইটগুলিতে ভিজিট করেন সেই URL গুলো নিয়ে সতর্ক থাকবেন।
 আপনার ব্যাংক স্টেটমেন্ট এর উপর নজর রাখুন।
 আপনার  নিকট আত্মিয় ও পরিবারের সদস্যদের  ইন্টারনেট ব্যাবহারের ঝুকি সম্পর্কে জানান এবং তা থেকে পরিত্রাণের উপায়গুলি শেয়ার করুন।
 পাবলিক নেটওয়ার্ক (ফ্রি ওয়াইফাই) ব্যাবহার থেকে বিরত থাকুন।
 নিজের ব্যাতিত অন্যের ডিভাইসে কোনো অ্যাকাউন্ট যেমন ফেসবুক, ইমো, ইনস্ট্রাগ্রাম, ব্যাংক অ্যাকাউন্ট লগইন করলে ব্যাবহার শেষে অবশ্যই লগআউট করবেন। 
 এসএমএস এর মাধ্যমে যদি পরিচিত কারো বিপদের কথা বলে টাকা চায় তাহলে টাকা দেবার আগে অবশ্যই যাচাই করে নিবেন।
 আপনার ডিভাইসে অজানা কেউ লগইন আছে কিনা তা যাচাই করুন।
 থার্ড পার্টি অ্যাপস ব্যবহারে সতর্ক থাকুন।
 পরিবর্তীত আইইএমআই মোবাইল সেট ব্যবহার করা হতে বিরত থাকুন।
 টু-ফ্যাক্টর অথেনটিক পাসওয়ার্ড ব্যবহার করুন।
 অপরিচত কাউকে পিন কোড/পাসওয়ার্ড শেয়ার করবেন না।
 
সাইবার অপরাধ সংক্রান্তে যেকোন বিষয়ে সহযোগিতার জন্য যোগাযোগ করতে পারেনঃ
 
 সিআইডি সাইবার ইউনিট- মোবাইল - ০১৭৩০৩৩৬১৯৭/০১৩২০০১০১৪৮ 
 ফেইসবুক আইডি সাইবার ক্রাইম- https://www.facebook.com/cpccidbdpolice
 ফেইসবুক আইডি সিআইডি, বাংলাদেশ পুলিশ- https://www.facebook.com/cid.gov.bd
 ইমেইল - [email protected]