logo
আপডেট : ১১ জুন, ২০২৪ ১১:৫৭
এফডিসিতে কোরবানি দেবেন পরীমনি, সহযোগিতার আশ্বাস ডিপজলের
নিজস্ব প্রতিবেদক

এফডিসিতে কোরবানি দেবেন পরীমনি, সহযোগিতার আশ্বাস ডিপজলের

একসময় প্রতি বছরই এফডিসিতে একাধিক গরু কোরবানি করতেন আলোচিত নায়িকা পরীমনি। মাংস বিলিয়ে দিতেন স্বল্প আয়ের শিল্পীদের মাঝে। কিন্তু নানা সমস্যা এবং নিষেধাজ্ঞায় গত দুই বছর এফডিসিতে কোরবানি দিতে পারেননি পরীমনি। এবার ফের সেই উদ্যোগ নিচ্ছেন নায়িকা।

তবে এ ক্ষেত্রে কিন্তু রেখেছেন পরীমনি। তিনি সম্প্রতি গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আমি এ বছর এফডিসিতে কোরবানি দিতে চাই, যদি সেখানকার দায়িত্বশীল কেউ ভেতরে আনন্দময় পরিবেশে সবাইকে একসঙ্গে নিয়ে কোরবানি দেওয়ার নিশ্চয়তা দিতে পারেন।’


পরীমনির এই কথার পর দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছেন অভিনেতা, প্রযোজক ও চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। তিনি জানিয়েছেন, পরীমনি যদি এফডিসিতে কোরবানি দেন, তাহলে তাকে সব ধরনের সাহায্য সহযোগিতা করা হবে।’

ডিপজল বলেন, ‘ঈদের দিন এফডিসিতে আনন্দময় পরিবেশ থাকবে। আমরা সবাই একসঙ্গে আনন্দ ভাগাভাগি করব।’ তার প্রশ্ন, ‘কেন এফডিসিতে কোরবানি দিতে বাধা দেওয়া হবে?’ তিনি বলেন, ‘সে সময় বাধা দেওয়ার বিষয়ে আমি কিছু জানতাম না। এবার আমরা একসঙ্গে কোরবানি দেব।’

ডিপজল আরও বলেন, ‘কোরবানি শেষে ময়লা ধুয়ে পরিস্কার করে দেওয়া হবে। পরীমনিকে সব ধরনের সহযোগিতা করা হবে। আমরা তার পাশে আছি। তাকে সুন্দর পরিবেশের নিশ্চয়তা দিচ্ছি। এ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। এবার এফডিসিতে উৎসবমুখর পরিবেশে কোরবানি দেওয়া হবে।’

চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে নিপুণ আক্তারকে ১৬ ভোটে হারিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিপজল। যদিও পদটিতে দায়িত্ব পালনে স্থগিতাদেশ চেয়ে নিপুণ হাইকোর্টে রিট করেছিলেন। হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছিলেনও। কিন্তু চেম্বার আদালতে সেই রায় টেকেনি।