logo
আপডেট : ১৭ জুন, ২০২৪ ২২:১১
রাজি
তাছাদ্দুক হোসেন

রাজি

আমরা কি ভাই করছি জবাই
মনের পশু পশুত্বকে
লোভের গলে চালাই ছুরি 
লুটাই ধুলে প্রভুত্বকে?
 
অধিকারের ছাড়াই সীমা
লেবাসেতেই ধর্ম করি
কাটছি সীমা বাড়াই ভূমি
সকল পাপের কর্ম করি
 
নামাজ পড়ি কোরবানি দিই
হজ্ব ও যাকাত মত্ত রাখে
ঈমান হলে নড়বড়ে ঘর
ঘর কী ঝড়ে দাঁড়িয়ে থাকে?
 
পয়লা মনের ময়লা সারো
কোরবানী দাও হিংসা আজি
উজল হবে হৃদয় কাবা
তবে আল্লাহ্ হবেন রাজি।