logo
আপডেট : ২৬ জুন, ২০২৪ ১১:২৫
যে জলে পৃথিবী ভিজে
এম.কে. হক

যে জলে পৃথিবী ভিজে

মনে পড়ে, আজকাল তোমায় খুব মনে পড়ে 
ভোরের হিমেল বাতাসে লোমকূপে যখন 
শীতশীত অনুভূতি জাগে..
জানালার পাল্লায় কে যেন লজ্জাবনত আঘাত করে- পূরবী রাগে অভিমানের মতো করে। 
কত অজানা জ্বলন্ত প্রহরে.. 
কাঁটার মতো বিঁধে রও এ ফসলী বুকে।
 
ভেবেছিলাম, ভুলেই গেছি সন্ধ্যার নিঃশব্দ
ঝরা বকুলের মতো করে, 
সে গন্ধ এখনো উসকো খুসকো চুল ও রঙহীন ক্ষয়িঞ্চু বগলে কাঁপন জাগায়.. 
নিস্তব্ধ দুপুর, হলদে কাঁঠালপাতা যেমন ঝরে পড়ে,
সন্ধ্যার শীতল নিঃসীম আঁধারে.. 
যখন জোনাকিরা অধরে খেলা করে, 
এমন অসীম একাকীত্বে খুব  মনে পড়ে। 
 
সেদিন বৈশাখের রুদ্রময় মধ্যদুপুর 
আচমকা মেঘে-মেঘে ভরে উঠে আকাশ
দখিনা ঝড়, কী নিদারুণ দীর্ঘশ্বাসে! 
ভেঙে দিয়েছে ঘর,বসতি,অগোছালো স্বপ্ন, 
তখন আকাশকে জানতে চেয়েছিলাম 
যে জলে পৃথিবী ভিজে, আমি কেন ভিজি না! 
তখনও তোমায় পুড়ে পুড়ে ভীষণ মনে পড়ে।