logo
আপডেট : ২৬ জুন, ২০২৪ ১২:০৮
শাকিব বললেন, ‘সিনেমাটি দেখার অপেক্ষায় ছিলাম’
নিজস্ব প্রতিবেদক

শাকিব বললেন, ‘সিনেমাটি দেখার অপেক্ষায় ছিলাম’

ঢাকাই সিনেমার সুদিন যেন ফিরছে। সেই আভাস দিচ্ছে ঈদে মুক্তি পাওয়া সিনেমা তুফান। দেশের সিনেমা হলগুলোতে যখন একের পর এক রেকর্ড গড়ছে, তখন আড়ম্বরপূর্ণ আয়োজনে সিনেমাটির বিশেষ প্রদর্শনী হয়ে গেল মিরপুরের সনি স্কয়ারে। সেখানে উপস্থিত ছিলেন শাকিব খান, চঞ্চল চৌধুরী, পরিচালক–প্রযোজকসহ সিনেমার কলাকুশলীরা।  সোমবার সন্ধ্যায় জমেছিল তারকাদের আড্ডা। সব গল্পই ছিল ‘তুফান’ ঘিরে।
শো শুরু হওয়ার আগে উপস্থিত দর্শক ও গণমাধ্যমকর্মীদের নিয়ে হলের বাইরে আড্ডায় মেতে উঠলেন চঞ্চল চৌধুরী। ‘তুফান’ সিনেমায় তাঁকে দেখা গেছে গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে। নাবিলা, আজিজুল হাকিম, মুকিত জাকারিয়াসহ অনেকেই ছিলেন পাশে। কেউ কেউ চঞ্চলের সঙ্গে সেলফি তোলায় ব্যস্ত। এরই মধ্যে হাজির হলেন পরিচালক রায়হান রাফী। তাঁকে জড়িয়ে ধরে চঞ্চল বললেন, ‘দিলি রাফী, উড়ায়া দিলি রে।’ তখন পাশ থেকে অনেকেই সমস্বরে বলে উঠলেন তুফান সিনেমার চঞ্চলের সংলাপ, ‘কী রে তুফান, ভয় পাইছিস?’
এরই মধ্যে চঞ্চলকে ঘিরে ধরলেন বিজরী বরকতউল্লাহ, নাদিয়া আহমেদ, তাহমিনা সুলতানা মৌসহ আরও অনেকে। তাঁদের কারও কারও আগেই তুফান দেখা হয়েছে, তারপরও দ্বিতীয়বার সিনেমাটি দেখার জন্য এসেছেন। পুরো সময় প্রশংসায় ভাসলেন চঞ্চল চৌধুরী। তিনি সিনেমার প্রদর্শনীর আগে তাঁর বক্তব্যে বলেন, ‘বিশেষ প্রদর্শনীতে পরিচিত অনেক মুখ। আপনাদের কৃতজ্ঞতা আপনারা কষ্ট করে এসেছেন।

মাইক্রোফোনটি আমি ব্রাদারের হাতে তুলে দিচ্ছি।’ এই ব্রাদারের নাম শাকিব খান। তখন পাশ থেকে একজন বললেন, ‘চঞ্চল ভাই, এবার কথা বলবে নায়ক নয়, নায়িকা।’
এই নায়িকা চঞ্চলের সঙ্গে সর্বশেষ অভিনয় করেছিলেন আয়নাবাজি সিনেমায়। দীর্ঘ বিরতি দিয়ে এবার তুফান সিনেমায় নাম লিখিয়েছেন। তিনি নাবিলা। চঞ্চলের পাশেই ছিলেন। পাশ থেকে নাবিলা বললেন, ‘চঞ্চল ভাই, আপনার “আয়নাবাজি”র নায়িকার কথা ভুলে গেছেন। আমাকে আয়না ভুলে গেছে। সবাইকে ধন্যবাদ এই প্রদর্শনীতে আসার জন্য। আমরা জানি, আজ এখানে তুফানি মহল তৈরি হবে, যাঁরা তুফান সিনেমাকে পছন্দ করবেন আশা করি।’

সিনেমার মূল আকর্ষণ ছিল শাকিব খানকে ঘিরে। স্বাভাবিকভাবেই টি-শার্ট গায়ে প্রদর্শনীতে উপস্থিত হয়েছিলেন এই তারকা। ভিড় এড়াতে পেছনের গেট দিয়ে প্রবেশ করেন তিনি। উপস্থিত হওয়ার পর থেকে পুরো সময় তাঁকে ঘিরে রাখেন আয়োজকেরা। শাকিব খানকে ঘিরে জটলা বাড়তে থাকে। সিনেমার কলাকুশলীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। উপস্থিত অভিনয়শিল্পীদের মধ্যে অনেকেই শাকিবকে শুভকামনা জানান। রায়হান রাফীর নূর সিনেমার টি–শার্ট গায়ে দেখা গেল আরিফিন শুভকে। সঙ্গে ছিলেন সিনেমাটির নায়িকা জান্নাতুল ঐশী। এ সময় নজর কাড়েন চিত্রনায়ক শুভ। তিনি শাকিব খানের পা ছুঁয়ে সালাম করেন।
শাকিব খান তাঁর বক্তব্যে বলেন, ‘আমি আজ কিছু বলতে আসিনি। আজ দেখতে এসেছি সিনেমা। দীর্ঘ সময় ধরে সিনেমাটি দেখার জন্য অপেক্ষায় ছিলাম, কখন যাব, কখন দেখব সিনেমাটি। আমি কিন্তু বেশ আগে থেকেই রাফীকে বলছিলাম, বিশেষ স্ক্রিনিং কবে হবে। ধন্যবাদ আয়োজনের জন্য। বিশেষ করে ধন্যবাদ দেশের দর্শকদের। যাঁরা ঈদ–পরবর্তী সময়ে কর্মব্যস্ততার মধ্যেও সিনেমা দেখছেন, এত এত শো। তারপরও টিকিট পাওয়া যাচ্ছে না।’

ঈদের পর থেকে শাকিব খানকেই পরিবারের মানুষের কাছে শুনতে হচ্ছে, সিনেমাটি তাঁরা টিকিট না পেয়ে দেখতে পারছেন না। শাকিব বলেন, ‘আমার ফ্যামিলির মানুষ বলে, ভাই, টিকিট নেই। দর্শকদের এই ভালোবাসায় কৃতজ্ঞতা। সত্যিই আজ মনে হচ্ছে, ১০০ কোটির ২৫ ভাগ ২৫ কোটি কিন্তু বাকি রয়ে গেছে। এ ছাড়া প্যান ইন্ডিয়া ও ইন্টারন্যাশনালই রিলিজ হচ্ছে। আমার রেমুনারেশন ২৫ কোটি আর ১০০ কোটি থেকে লভ্যাংশ ২৫ কোটি—সব মিলিয়ে ৫০ কোটি দিতে হবে, কিন্তু আসুন এখন আমরা সিনেমা দেখি।’
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশজুড়ে মুক্তি পেয়েছে তুফান। এক তরুণের চলচ্চিত্র নায়ক হওয়ার গল্প নিয়ে এগিয়েছে সিনেমাটি। দ্বৈত চরিত্রে দেখা গেছে শাকিব খানকে। রায়হান রাফীর পরিচালনায় সিনেমায় শাকিব, নাবিলা, মিমি চক্রবর্তী ছাড়া আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, গাউসুল আলম শাওন প্রমুখ।