আপডেট : ২৭ জুন, ২০২৪ ০৭:৫০
ও ছেলে
বহ্নি শিখা
ও ছেলে তুই লাউয়ের ডগা!
খানিক ধৈর্য ধরিস
একটু ঝড়ে ওলোট-পালট
নয়তো ভেঙে পড়িস।
পাহাড় দেখে মৌন হ'তুই
বরফ যেমন শীতল
কাকের চক্ষু দিঘী হ'তুই
হোস-না সাগর উথল।
জ্ঞানে-গুনে আকাশ উদার
সহ্যে দুর্বাঘাস
বটের মতো ছায়া বিলাস
আর্ত যদি পাস।
লাভার প্লাবন উথলে তুলিস
ভিসুভিয়াস হয়ে
অন্যায়গুলো পুড়িয়ে দিস
ন্যায়ের সাথী লয়ে।
ও ছেলে তুই লাউয়ের ডগা
বুকে রাখিস বল
অথৈ সাগর বুকে যে তোর
সাত সাগরের জল।
সামলে রাখিস বুকটাকে তোর
অপাত্রে না ঢালিস
ধরতে যদি না পারে সে
কাকেই দিবি নালিশ?