
আপডেট : ২৮ জুন, ২০২৪ ০৯:৫২
মেঘ বালিকা
ফয়জুন্নেছা রেবা
উঠোন মাঠে আজ খ্যাপাটে
বৃষ্টি নামে ধুম
বৃষ্টি নামে বৃষ্টি নামে
ঝুম বৃষ্টি ঝুম।
ঝুম ঝুমিয়ে বৃষ্টি নেমে
দুয়ারে দেয় চুম
উষ্ণ গেহ শীতল করে
বৃষ্টি আনে ঘুম।
ঘুমের ঘোরে হিম আদরে
ভাঙ্গলো মনোলাজ
এই শহরে নামলো নাকি
মেঘ বালিকা আজ!
দূর আকাশে তারার দেশে
ধূসর ডানা মেলে।
ইচ্ছেতে যে ভেসে বেড়ায়
ইচ্ছেতে যে খেলে।
সে কি মনের জানলা ছুঁয়ে
ডাকছে যেতে কাছে!
আমায় নিয়ে ঘুরবে দূরে
সাধ্য সে কি আছে?
পাহাড় নদী বন বাঁদাড়ে
অঝোরে যায় ঝরে
তারই সাথে অচিন পথে
যেতে ইচ্ছে করে!