আপডেট : ২৯ জুন, ২০২৪ ১০:১৫
প্রাপ্য ভালোবাসা
মোহাম্মদ জাফর সাদেক
আমি আকন্ঠ তৃষ্ণার্ত, তুমি অটল পাথর,
তোমার হৃদয়ে আছড়ে পড়ে আমার ব্যাকুলতা।
নিদেনপক্ষে বরফ হও, গলবে কিছু শীতল জল,
বরফের জলে আমি পান করবো নতুন জীবনের ভাষা।
তোমার চোখে লুকিয়ে আছে অনন্ত নীরবতা,
তুমি জানো না, কেমন করে হারায় প্রতিদিন;
একটু কোমলতা, একটু মায়া
তোমার ঠোঁটের ফাঁকে জমা জমা শীতলতা।
তুমি জানো না, আমি কেমন করে প্রতীক্ষা করি,
তোমার একটুখানি ভালোবাসার আলিঙ্গন,
কঠিন পাথর থেকেও জন্ম নেয় নতুন গুল্মলতা,
তুমি বরফ হও, গলে যাও ভালোবাসার উত্তাপে,
আমি সে জল খেয়ে বাঁচবো, তোমার জীবন স্পন্দন।
তুমি হতে পারো নীরব পর্বত, আমি বৃষ্টির কণা,
তোমার স্তব্ধতায় আমি খুঁজে নেবো নিজের পথ।
তুমি বরফ হলে আমি সেই গলিত জল,
তোমার প্রেমের স্রোতে ভেসে ভেসে হবো
তোমার হৃদয় অমল।