logo
আপডেট : ১ জুলাই, ২০২৪ ১০:১৮
তামাটে মানুষ
সাব্বির রেজা

তামাটে মানুষ

তামাটে রঙের মানুষ দেখলেই পিতামহের 
মুখ মনে পড়ে যায়
বাজানও এসে দাঁড়ায় দু'চোখের দরজায়...
 
পিতামহের রঙ ছিলো তামাটে রঙ
বাজানের আপাদমস্তক...
তামাটে রঙের মানুষের প্রতি আজন্ম পক্ষপাত
 
মাঠে, ময়দান-কল কারখানার শ্রমিকদেরকে, 
আত্মার আত্মীয় -আত্মীয় মনে হয় 
না, শুধু গায়ের রঙ তামাটে বলে নয় 
ওরাই আমাদের গর্বিত পূর্বপুরুষ -
 
আমাদের ধমনীতে ওদেরই পবিত্র শোণিত ধারাই প্রবাহমান ...
কোল, মুণ্ডা, মেথর, চাড়াল -ডোমেরাই আমাদের গর্বিত পূর্বপুরুষ...
 
ইতিহাস সাক্ষ‍্য দেয়-
আমরাই ওদের পবিত্র গায়ে ব্রাত্যের তথাকথিত তকমা এঁটে দিয়েছি...!
ওরাই আমাদের পূর্বপুরুষ, আসল শেকড় 
আমরা লতা,পাতা,ফুল -ফল ছাল-বাকল- 
শেকড় ছাড়া তথাকথিত অযোগ্য  অভিজাত উত্তরসূরি...
 
ব্রাত্যের রঙ-ই পিতামহের রঙ-
বাজান, পিতামহ,পিতামহের পিতামহ 
তাঁর পিতামহেরাও ব্রাত্য ছিলেন...
 
তাঁদের গায়ের রঙও ছিলো তামাটে
ব্রাত্যরাই আমাদের গর্বিত পূর্বপুরুষ
আমরা ব্রাত্যদেরই অযোগ্য উত্তরাধিকার---!