জুন মাসের দুই তারিখ শুরু আর ২৭ জুন ফাইনাল দিয়ে শেষ। এই ২৫ দিনে পৃথিবীর শক্তিধর দেশ আমেরিকা ক্রিকেট খেলার স্বাদ পেল । মনে রাখতে হবে আর এক শক্তি রাশিয়া তারাও ক্রিকেট নিয়ে আত্ম হারা হয়না, খেলাটি এখনও অপরিচিতের তকমা নিয়েই রাশিয়াতে টুক টাক খেলা হয়।
বাংলাদেশ সুপার আট তক গিয়েছিল । প্রথম রাউন্ডে শ্রীলংকা , নেপাল আর নেদারল্যান্ড কে হারিয়ে সুপার আটে যায়।
নেপাল টেষ্ট খেলুড়ে নয় , এসোসিয়েট দল’।
আমাদের ক্রিকেট বহুদিন ধরে। পাকিস্তানের সময় থেকেই খেলুড়ে তারপর আমরা স্বাধীন হলাম , ক্রিকেট চল্ল , বেশ কিছু অর্জন হল , এরপর বিশ্বের ক্রিকেট রান্কিং এ ব্যক্তি গত মূল্য বাড়তে লাগল । প্রতিবেশী ভারতে আইপিএল শুরু হল , টাকাতে অবগাহন করলাম আমরা।
হকিতে সম্পূর্ন খেলাতে একজন খেলোয়াড়
বল স্টিকে পায় ৪/৫ মিনিট আর ক্রিকেটে এক ওভার বলে লাগে ৫/৬ মিনিট । ফোকাস তাই ক্রিকেটে খেলোয়াড় রাই বেশী পায়।টাকা সাথে ফোকাস আমাদের ক্রিকেটারদের আলোচিত করেছে। বিজ্ঞাপন সহ বিভিন্ন খাতে টাকা সাথে সরকার ক্রিকেট প্রচারে নিজেদেরকে বন্ধনীতে আনাতে ক্রিকেটাররা বেহুঁশ , আসল কাজ ভাল পারফরম্যান্স করা তা ভূলে গিয়েছে।
শীর্ষ পাঁচে ব্যাটসম্যানদের মধ্যে আমাদের কেউ নাই ।
বোলিং এর শীর্ষ পাঁচে আমাদের কেউ নাই তবে আফগানিস্তান এর রশীদ খানের সাথে সমান সংখ্যক ১৪ উইকেট পেয়ে আমাদের রিশাদ হোসেন ৬ নম্বরে আছে।
ব্যাটিং এবং বোলিং এর শীর্ষে আফগানিস্তান এর দুজন ।
২৮১ রান করে রহমানউল্লাহ গুরবাজ , বোলিং এ ফজলহক ফারুকি ।
আমাদের আত্ম গরিমা এত বেড়ে গেছে এবং আত্ম সমালোচনা না থাকাতে নীচে নামছি।
দল দেশে এসে কোন ‘ডি-ব্রিফিং ‘ ছাড়াই যে যার মতন বিদেশে খেলতে চলে গেল , বোর্ড এদের নিয়ে আলোচনার তাগিদ পর্যন্ত অনুভব করল না!?
নূতন মূখ যারা আন্তর্জাতিক পর্যায়ের হবে , সে রকম ত দেখা যাচ্ছে না , কৈ পাব ? ক্রিকেট নিয়ে বলতে গেলে বর্তমান যে অবস্থা , এর সারা গায়ে ব্যথা , ওষুধ দিবেন কোথায় ?
ছোট কালের ছড়া
‘ হাঁটি মা টিম টিম
তারা মাঠে পারে ডিম
তাদের খাড়া দুটো শিং
তারা হাঁটি মা টিম টিম ‘।
‘
তখন ছড়া টা বুঝি নাই, তবে ঐ যে ‘
মাঠে পারে ডিম , লাইন টা দেখে বুঝলাম , বাংলাদেশ ক্রিকেট দল নিয়েই লিখেছে ,
আমরাত এখন মাঠে ডিম ই পারি ।
- লেখক : সাবেক হকি অধিনায়ক জাতীয় ও সেনাবাহিনী দল , জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত এবং কলামিষ্ট ।