logo
আপডেট : ২ জুলাই, ২০২৪ ১১:৪৪
দম্ভ করেও বহাল তবিয়তে এনবিআরের মতিউরের স্ত্রী
নিজস্ব প্রতিবেদক

দম্ভ করেও বহাল তবিয়তে এনবিআরের মতিউরের স্ত্রী

ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব রোর্ডের (এনবিআর) কর্মকর্তা মতিউর রহমানের স্ত্রী রসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি ক'দিন আগে দম্ভ করে বলেছেন -বড় বড় সাংবাদিকদের কিনে ফেলেছি আর সমস্যা নেই। এমন মন্তব্যর পর বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। গতকাল সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেন, ধৃষ্টতা এমন পর্যায়ে গেছে যে, জনসম্মুখে ‘আমরা সব কিনে ফেলেছি’ বলতে দ্বিধা বোধ করে না।

সারাদেশে আলোচনা মন্ত্রীর মুখ দিয়ে তার বিরোধীতা সত্বেও সেই লায়লা কানিজ লাকি বহাল তবিয়তে আছেন বলে জানা গেছে। 
সূত্র জানায়, ছাগল কাণ্ডের পর লায়লা কানিজ ক'দিন নিজ দপ্তরে আসেননি। এর পর তিনি নিজ দপ্তরে যোগদান করে আগের চেয়ে দাম্ভিক হয়েছেন বলে জানা গেছে। তিনি যোগাযোগ রাখছেন যাদেরকে এতোদিন আর্থিক সহযোগিতা করেছেন তাদের সঙ্গে। এ ছাড়া সরকারের দু'তিনজন বড় কর্মকর্তার সঙ্গেও তিনি যোগাযোগ রেখে চলেছেন। 
গতকাল সোমবার (১ জুলাই ) পাক্ষিক পত্রিকা ‘বার্তা প্রবাহ’র ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।  সেই অনুষ্ঠানে 
মোজাম্মেল হক বলেন, এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী উপজেলা চেয়ারম্যান সেদিন বলেছেন, বড় বড় সাংবাদিকদের কিনে নিয়েছি, সব থেমে যাবে। তার এমন ধৃষ্টতা। ধৃষ্টতা আছে বলেই তো এত অবৈধ সম্পদ করতে পেরেছেন। এখন ধৃষ্টতা এমন পর্যায়ে গেছে যে, জনসম্মুখে বলতে দ্বিধা বোধ করে না, আমরা সব কিনে ফেলেছি। এই দুর্বৃত্তায়নের যুগে ভালো পথে চলা খুবই কঠিন। আমি আশা করছি, সাংবাদিকরা জাতিকে সঠিক পথ দেখাবে, ভালো পথ দেখাবে।
কলমের শক্তি তলোয়ারের থেকেও বেশি উল্লেখ করে মন্ত্রী বলেন, কলম যোদ্ধারা পাকিস্তানের ২৩ বছরে এ দেশে জনমত সৃষ্টিতে কাজ করেছেন। তারা জাতির দিক-নির্দেশক ছিলেন। অনেক কলমযোদ্ধা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। এখনো কলমের সেই শক্তি আছে। আর আছে বলেই গত এক মাসে বাঘা বাঘা কর্মকর্তাদের আমলনামা প্রকাশিত হয়েছে। কলমের লেখনী এত শক্তিশালী।

কলমের শক্তিকে দু’ভাবে ব্যবহার করা যায় উল্লেখ করে তিনি আরও বলেন, একটি হলো অপপ্রচার, মিথ্যাচারের জন্য, অপরটি হলো সত্য প্রকাশের জন্য। একটি ফুলের মধ্যে মধুও থাকে, বিষও থাকে। মৌমাছি একটি ফুল থেকে যেমন মধু নেয়, তেমনি বোলতা মাকড়শা বিষ নেয়। সংবাদপত্র একটি জাতিকে যেমন ভালো দিকে পরিচালিত করতে পারে, তেমনি বিপদগামীও করতে পারে।

সংবাদপত্রকে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, যারা দায়িত্বে থাকে তাদের সফলতাও থাকে, ব্যর্থতাও থাকে। যারা দায়িত্বে নেই, তাদের সফলতাও নেই, ব্যর্থতাও নেই। আমি মনে করি না, আমাদের সরকারের কোনো ভুল বা ব্যর্থতা নেই।