logo
আপডেট : ৯ জুলাই, ২০২৪ ১২:৪৮
তিন সদস্যের তদন্ত কমিটি গঠন
বিসিএসের প্রশ্নফাঁস: গ্রেপ্তার ১৭ জনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক

বিসিএসের প্রশ্নফাঁস: গ্রেপ্তার ১৭ জনের বিরুদ্ধে মামলা

বিসিএসের প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেপ্তার পিএসসির সাবেক ও বর্তমান ১৭ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা হয়েছে। গত সোমবার রাতে রাজধানীর পল্টন থানায় সিআইডির পক্ষ থেকে মামলাটি করা হয়। মঙ্গলবার সকালে সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। অন্যদিকে বিসিএস-এর প্রশ্ন ফাঁসের বিষয়ে তদন্ত করতে তিন সদস্যর তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

সূত্র বলছে, ১৭ জনকে গ্রেপ্তারের পর সোমবার রাতে থানায় মামলা হয়েছে। সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হবে। তবে রিমান্ডের বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে সোমবার দেশের বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন ফাঁসের অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে পিএসসির দুই উপপরিচালক, এক সহকারী পরিচালক, একজন অফিস সহকারী রয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন— পিএসসির উপপরিচালক মো. আবু জাফর, মো. জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মো. আলমগীর করিব, অডিটর প্রিয়নাথ রায়, নোমান সিদ্দিকী, সৈয়দ আবেদ আলী, খলিলুর রহমান, সাজেদুল ইসলাম, আবু সোলায়মান মো. সোহেল, মো. জাহিদুল ইসলাম, শাহাদাত হোসেন, মো. মামুনুর রশীদ, মো. নিয়ামুন হাসান, সাখাওয়াত হোসেন, সায়েম হোসেন, লিটন সরকার ও সৈয়দ সোহানুর রহমান সিয়াম।

অন্যদিকে বিসিএসের প্রশ্নফাঁসের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। কমিশনের একজন যুগ্ম সচিবকে আহ্বায়ক করে গঠিত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুসন্ধানে বের হয়ে আসে পিএসসির ছয় কর্মকর্তা-কর্মচারীর সিন্ডিকেট দীর্ঘদিন ধরে প্রশ্নফাঁসে জড়িত। তারা একটি চক্র গড়ে তুলেছেন। যেখানে আছেন আরও ১০ থেকে ১১ জন।

অভিযুক্ত কর্মচারীদের একজন পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন। মাদারীপুরের ডাসার উপজেলার বাসিন্দা আবেদ আলী একজন ড্রাইভার হলেও তার কোটি কোটি টাকার সম্পদ রয়েছে বলে জানা গেছে।
।উল্লেখ্য, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুসন্ধানে বের হয়ে আসে পিএসসির ছয় কর্মকর্তা-কর্মচারী দীর্ঘদিন ধরে প্রশ্নফাঁসে জড়িত। তারা একটি চক্র গড়ে তুলেছেন, যেখানে আছেন আরও ১০ থেকে ১১ জন।

অভিযুক্ত কর্মচারীদের একজন পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন। মাদারীপুরের ডাসার উপজেলার বাসিন্দা আবেদ আলী একজন ড্রাইভার হলেও তার কোটি কোটি টাকার সম্পদ রয়েছে বলে জানা গেছে।

বিসিএসসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোমবার আবেদ আলী ও পিএসসির দুই উপ-পরিচালকসহ ১৭ জনকে গ্রেপ্তার করে সিআইডি।