আপডেট : ১৩ জুলাই, ২০২৪ ১০:২৩
ছেদ
পারভেজ শিহাব
যারে আমি এত ভালোবাসি, সে আমারে ভালোবাসে কই!
তারে আমি আগলে রাখি, সে বলে স্বাধীনতা কই?
যখন বলেছি চলে যেতে তখন ছাড়েনি হাত,
যখন বলেছি থেকে যেতে তখন করেছে বরবাদ।
সেইতো কাটে সেইতো বাটে, পুড়া গায়ে মলম সেই দেয় দিয়ে!
এই যে বারবার বাঁচি, বারবার মরি, কার দিকে চেয়ে?
যারে আমি প্রাণে নেই, তারে আমি ছেড়ে দেই বলো কি করে,
কি করেইবা রাখি ধরে, সে যে থেমে থেমে বুক পাঁজরে হাতুড়ি মারে।
এক জীবনের দূরত্ব যখন পাশাপাশি হাঁটে,
হাতে হাত, চোখে চোখ, তবুও মন শ্মশান ঘাটে।
যারে আমি এত ভালোবাসি, সে আমারে ভালোবাসে কই!
তারে আমি আগলে রাখি, সে বলে স্বাধীনতা কই?