logo
আপডেট : ১৪ জুলাই, ২০২৪ ০৭:৫০
পাতার বাঁশি
রঞ্জিত সরকার

পাতার বাঁশি

কেনো আসে !  কেনো যায় চলে
কোথায়! কোথায় যায়?
নীল নীলাচলে পড়ে থাকে 
নীল  খোলা ভাঁজ শাড়ি 
আঁচল উড়ে বেতের ঝোপে, 
কালকেউটের চূড়ায়  জেগে উঠে 
এক ঘোর অমানিশা রাত
কে -যে যায় কার আলো অভিসার! 

পাতার বাঁশিতে আউল -বাউল
অন্তর বাজিয়ে 
সঞ্জিবনী জলে বীজমন্ত্র পড়ে
কে যে ডাক দেয়! 
 কে জাগিয়ে রাখে?
পথিক না জানে কোন পথে যায় 
পোড়া অনলের ঘরের সন্ধান করে ফিরে। 

বিরহী আগুন  আকাশ মেদুর 
ও ময়ূর! 
বঁধু কেনো আন বাড়ি যায়?