আপডেট : ১৭ জুলাই, ২০২৪ ০৯:০৮
বেলায় বেলায়
ছানোয়ার হোসেন
বেলায় বেলায় অবেলা আজ
তবুও মনে হয় পাশে
অবসর নিশীথে গোধূলি লগনে
মধুসুর ভেসে ভেসে আসে।।
যে পথ গিয়েছে চলে পথের খুঁজে
আজও কেনো কাছে টানে
যে অঙিনা ফেলে এসেছি আঁখি ভিজে
সে কেনো ফিরে হৃদয কোণে।।
পথহারা ধ্রুবতার না পাওয়া স্বর্গসুধা
অভিমানী অনুরাগ অকারণে হাসে।।
মেঘমন অধরা শূন্যে হৃদয়ে সাড়া
তবুও অমৃতের শীতল ছোঁয়া
মনের রাগিনী নূপুরহীন ছন্দ তোলা
হৃদয় যেনো শিশিরে ধোয়া
দিগন্তের রঙে মনের বনপথ বলে
হয়তোবা সে ভালোবাসে।।