ডিজেল ও কেরোসিনের দাম লিটারে এক টাকা এবং পেট্রোল ও অকটেনের দাম লিটারে ছয় টাকা করে কামানো হয়েছে। শনিবার (৩১ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত জানিয়ে এতে বলা হয়, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের ধারাবাহিকতায় ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের বিদ্যমান বিক্রয়মূল্য ১০৬ দশমিক ৭৫ টাকা/লিটার হতে ১ দশমিক ২৫ টাকা কমিয়ে ডিজেল ১০৫ দশমিক ৫০ টাকা/লিটার, কেরোসিন ১০৫ দশমিক ৫০ টাকা/লিটার ও পেট্রোলের বিদ্যমান মূল্য ১২৭ টাকা/লিটার হতে ৬ টাকা কমিয়ে ১২১ টাকা/লিটার এবং অকটেনের বিদ্যমান মূল্য ১৩১ টাকা/লিটার হতে ৬ টাকা কমিয়ে ১২৫ টাকা/লিটারে পুনর্নির্ধারণ/সমন্বয় করা হয়েছে।
সমন্বয়কৃত এ মূল্য ১ সেপ্টেম্বর হতে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
শনিবার (৩১ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে খুলনার খালিশপুরে অবস্থিত নির্মাণাধীন রুপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট প্রকল্প পরিদর্শন করেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
সেখানে তিনি বলেন, প্রতি লিটার ডিজেলের দাম ১ টাকা ২৫ পয়সা এবং পেট্রোল ও অকটেনের দাম ৬ টাকা করে কমেছে। আজ মধ্যরাত (রাত ১২ টার পর) থেকে এ দাম কার্যকর হবে।
এর আগে ৩০ জুন জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছিল।