আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৫০
কাব্য নাটক : মুক্তির মিছিল (ধারাবাহিক )
নাট্যকার : জাহিদুল কবির রিটন
(পূর্ব প্রকাশিতের পর-দ্বাদশ ও শেষকিস্তি )
চতুর্থ অঙ্ক
দৃশ্য - ২
কোরাস কণ্ঠে : সমাজের রন্ধ্রে রন্ধ্রে তুতুরা বসে আছে
নীরব আহাজারি চলে লাল মিয়াদের অন্তরে
নাজেহাল করার সকল কূটকৌশল প্রয়োগ হয়
বাকিরা সকলে সাক্ষীগোপাল রয়
মনের ঘৃণা প্রকাশও যেন কৃপণ হয়ে উঠে
ভাগ্যলিপি বলে অপপ্রচার চালাবার ছলে
সমাজও হয়ে থাকে পক্ষপাতদুষ্ট পক্ষ
পুত্র সন্তান না থাকা অপরাধসম লক্ষ্য
অধিকার হরণের উল্লাসে মত্ত দুষ্টের দল
ধর্মের দোহাই শুধু হয়ে উঠে একমাত্র কল!
এতো কেবল গেঁয়োদের অনাচার নয়
আলোকিত নামধারী শ্রেণিও পিছু হটে না এই উন্মত্ততায়
তুতু-আছাদুল্লাহরাই কি কেবল দৃশ্যত বজ্জাত
এমনটা ভাববার অবকাশ দেয় না যুগ-যুগের কালনাগ
রেজা-আলম সাহেবরা হেবা রেজিস্ট্রির আশ্রয় নেয় কেন তবে
একই দস্যুতা চলে শ্রেণি বিভাজনহীন সর্বস্তরে!
এই আঁধার আজকের নয় অনাদি কাল থেকে
এই আঁধার আজকের নয় আইয়্যামে জাহেলিয়াতের যুগ থেকে
এই আঁধার আজকের নয় ধর্মের বর্মের সময় থেকে
এই আঁধার আজকের নয় আইনের নামে জুলুম থেকে!
দিন যায় কাল যায় হারিয়ে যায় নদী
নাগেশ্বরী, সোমেশ্বরী আর ফুলেশ্বরী
অন্তরের পরতে আঁধার থাকে গুপ্ত নিরবধি...
চতুর্থ অঙ্ক
দৃশ্য ৩
[মঞ্চে পলাশ শিমুলসহ কয়েকজন মেয়ের প্রবেশ।]
শ্লোগান : লড়াই লড়াই লড়াই চাই
অধিকার নিয়ে বাঁচতে চাই
লড়াই লড়াই লড়াই চাই
অধিকার নিয়ে বাঁচতে চাই
লড়াই লড়াই লড়াই চাই
অধিকার নিয়ে বাঁচতে চাই
লড়াই লড়াই লড়াই চাই
অধিকার নিয়ে বাঁচতে চাই...
(সমাপ্ত)