আপডেট : ৪ নভেম্বর, ২০২৪ ১০:৫৮
যতিচিহ্ন
আলম মাহবুব
রাজার ছেলে যদি রাজা হয়, তখন
গ্লাসের তলানিতে পৌঁছায় জল
ভাষারা হারায় কথা
আলো নিভে জনতার হাটে।
নত মাথায় দুপুরের গল্প
নিবিড় শীতে জড়ায় দীর্ঘশ্বাস।
বরফ যৌবনে
আগুন জ্বলে না পাথরের ঘষায়।
পথে পথে যতিচিহ্ন
গোলাপ ফোটে না চিত্তের দাওয়ায়
গানের আলো নিভে যায়
ভালোবাসার বৃন্দাবনে স্বজন পর।