ভীষণ যান্ত্রিকতাবাদের এই সময়ে
যখন কেউ বলে " ভালোবাসি "!
তখন প্রগাঢ়তম অন্ধ রাতেও
কানে ভেসে আসে হিংস্র নেকড়ের দল
হো হো শব্দে দেঁতো হাসিতে ফেটে পড়ে
রাতের নির্জনতাকে জলশূন্য গ্লাসের
মতো টুকরো টুকরো করে ভেঙে ফেলছে
এমন মূহুর্তের অনুভব ও অনুভূতি
বিষণ্ণ চৈতন্যের প্রহরে প্রহরে।
আমি তখন পালিয়ে বাঁচতে চাই
এই মেকি ভালোবাসাবাসির জগত থেকে
কিন্তু পালানো কী এতোই সহজ?
পালানোর কোনো উপায় জানা নেই!
কেনো যে আমার এমন পিছুটান
ভালোবাসার জন্য!
কেনো যে এমন কাঙালের মতো
শুনতে ভীষণ ইচ্ছে করে,
কেউ একজন ভালো না বাসলেও
মিথ্যে করে হলেও বলুক " ভালোবাসি! "
মনেহয় - " ভালোবাসি! "
শুধু এইটুকু ছোট্টো একটা
মোহনীয় শব্দ শোনার জন্যই এই জীবন,
এই বেঁচে থাকার মানে খুঁজে ফেরা।