সম্পর্ক না ভাঙায় ভাইয়ের প্রেমিকাকে হত্যা এনডিটিভি
২৪ বছর বয়সী পূজা যাদবের কৃষাণ নামের এক সহকর্মীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। কৃষাণ বিবাহিত থাকায় সেই সম্পর্ক কোনোভাবেই মেনে নিতে পারেননি কৃষাণের ভাই রকি। তাই এই সম্পর্কের ইতি ঘটাতে রকিসহ দুজন পূজার ঘরে ঢুকে তাঁকে গুলি করে হত্যা করেন। গতকাল শুক্রবার রাতে দিল্লির জৈতপুর এলাকায় এ ঘটনা ঘটে।
গুলির শব্দ পেয়ে ছুটে আসেন প্রতিবেশীরা। পূজাকে দ্রুত তাঁরা হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, গতকাল রাত ৯টার দিকে বন্দুকধারী দুজন মুখোশ পরে পূজার ঘরে ঢোকেন। তাঁরা পূজাকে পাঁচটি গুলি করেন। গুলির শব্দে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁদের দেখে বন্দুকধারীরা তখন মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু প্রতিবেশীরা ধাওয়া দিয়ে মোটরসাইকেলটি ধরতে পারলেও বন্দুকধারীরা নেমে পালিয়ে যেতে সক্ষম হন। পুলিশ এ ঘটনায় রকিকে গ্রেপ্তার করেছে।
৩৭ বছর বয়সী কৃষাণ বিবাহিত। তাঁর চার সন্তানও রয়েছে। বিবাহবহির্ভূত এ সম্পর্ক মেনে নিতে পারছিলেন না রকি। এর জের ধরে একপর্যায়ে পূজা ওই প্রতিষ্ঠান থেকে চাকরি ছাড়তেও বাধ্য হন।