Main Logo
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৩ ১১:৩৭

চার দিনের রিমান্ডে ইমরান খান

নিজস্ব প্রতিবেদক
চার দিনের রিমান্ডে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে রিমান্ড চার দিনের মঞ্জুর করেছে দেশটির বিশেষ একটি আদালত। আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় এই রিমান্ড আবেদন মঞ্জুর করা হয়। শুক্রবার ইমরান খানকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন রিমান্ড আবেদন করে জাতীয় জবাবদিহি ব্যুরো (এনএবি)। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করে। একই সঙ্গে এই চার দিন তাকে এনএবি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।অন্য এক মামলায় দণ্ডিত হয়ে বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আছেন ইমরান খান। শুক্রবার সেখানেই বিশেষ আদালতের শুনানি হয়।

এনএবির অভিযোগ, একটি শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণে ইমরান ও তার স্ত্রী বুশরা বিবি এক আবাসন ব্যবসায়ীর থেকে কোটি রুপি মূল্যের জমি নেন যেখানে আল কাদির ট্রাস্টকে ব্যবহার করা হয়।

 

উপরে