গাজায় জাতিসংঘের বিদ্যালয়ে ইসরায়েলের হামলায় নিহত ২৭: ফিলিস্তিনি চিকিৎসক
এএফপি
অবরুদ্ধ গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থীশিবিরে জাতিসংঘ পরিচালিত একটি বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৯৩ জন। এক ফিলিস্তিনি চিকিৎসক গতকাল বৃহস্পতিবার হতাহতের এ সংখ্যা জানিয়েছেন।
গাজা উপত্যকার সবচেয়ে বড় শরণার্থীশিবির জাবালিয়া। ওই শিবিরের এক হাসপাতালে কর্মরত নাম প্রকাশ না করার শর্তে এক চিকিৎসক বলেন, হামলার শিকার হওয়া বিদ্যালয়ে কয়েক হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিল। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ ব্যাপারে তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।
আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ শুক্রবার থেকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে চার দিনের যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে। চুক্তি অনুযায়ী জিম্মি ১৩ নাগরিককে মুক্তি দেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। স্থানীয় সময় বিকেল চারটার দিকে তাঁদের মুক্তি দেওয়া হবে।
এর আগে গত বুধবার ইসরায়েল সরকার ও হামাস যুদ্ধবিরতির চুক্তির বিষয়ে একমত হয়। সে অনুযায়ী, গতকাল থেকে গাজায় চার দিন ইসরায়েলি হামলা বন্ধ রাখার কথা ছিল। কিন্তু ইসরায়েল জানায়, শুক্রবারের আগে হামলা বন্ধ করবে না তারা। তাই এর আগে জিম্মিদের মুক্তি দেওয়া হবে না বলে জানিয়ে দেয় হামাস।