Main Logo
আপডেট : ২৬ নভেম্বর, ২০২৩ ১৬:৪৪

ইউক্রেনে আবারও বড়সড় ড্রোন হামলা চালালো রাশিয়া

নিজস্ব প্রতিবেদক
ইউক্রেনে আবারও বড়সড় ড্রোন হামলা চালালো রাশিয়া

ইউক্রেনে আবারও বড়সড় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার রাতভর প্রায় ৭৫টি ড্রোন দিয়ে কিয়েভে হামলা চালানো হয় বলে জানিয়েছে ইউক্রেনের বিমানবাহিনী।

গতকাল কিয়েভবাসীর ঘুম ভাঙে বিস্ফোরণের শব্দে। এই অন্তত পাঁচজন আহত হয়েছে বলে রয়টার্স জানিয়েছে।

ইউক্রেনের বিমানবাহিনীর প্রধান মাইকোলা ওলেসচুক জানিয়েছেন, ইউক্রেনে হামলা চালানো ৭৫টি ড্রোনের ৭১টিই ভূপাতিত করা হয়েছে। এ সময় তিনি বিমান হামলা প্রতিরোধী ‘মোবাইল ফায়ার’ ইউনিটের কার্যকারিতার প্রশংসা করেন।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিতশকো সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, রাশিয়ার হামলায় ১১ বছরের একটি মেয়েসহ পাঁচজন আহত হয়েছেন এছাড়া শহরের বিভিন্ন অংশে কিছু ভবন ধ্বংস হয়েছে। ভূপাতিত একটি ড্রোন থেকে শিশুদের একটি নার্সারিতে আগুন লেগে যায়।

ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, এ হামলায় কিয়েভের ৭৭টি আবাসিক ভবনসহ প্রায় ২০০ ভবনে বিদ্যুৎ-জ্বালানি পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, রাশিয়া ইউক্রেনে হামলাএ জন্য এমন এক দিনকে বেছে নিয়েছে যেদিন ইউক্রেনীয়রা তাদের জাতীয় শোক পালন করে।  

উল্লেখ্য ১৯৩২–৩৩ সালের হলোদমোর দুর্ভিক্ষে কয়েক লাখ মানুষের মৃত্যু হয়। সেই সময়কে স্মরণ করে ইউক্রেন এ দিনে জাতীয় শোক পালন করে থাকে। ইউক্রেনীয় মানুষের ওপর সোভিয়েত ইউনিয়নের গণহত্যা চালানোকে হলোদমোর হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউক্রেন ও অন্যান্য আরও ৩০টি দেশ। তবে মস্কোর দাবি, রাশিয়া ও অন্যান্য জাতিগোষ্ঠীগুলোও এ দুর্ভিক্ষের ভুক্তভোগী হয়েছিল।  

 

উপরে