গাজায় ইসরাইলের আরো চার সেনা নিহত
ফিলিস্তিনের দক্ষিণ গাজায় হামলা করার সময় ইসরাইলের আরো চার সেনা নিহত হয়েছে। আর হামাসের হাতে বন্দিদের মুক্তির দাবীতে গতকাল শনিবার হাজার হাজার ইসরায়েলি তেল আবিবে সমাবেশ করেছে। খবর রয়টার্সের।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল শনিবার জানিয়েছে ১৭ হাজার ৭০০ নিহত হয়েছেন। গাজার হাজার হাজার বাসিন্দা নিখোঁজ এবং ধ্বংসস্তূপের নিচে মৃত বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মধ্য ৪০ পার্সেন্টের বয়স ১৮ বছরের নিচে।
ইসরায়েল গত ৭ অক্টোবর ইসরায়েলের সেনারা গাজায় হামলা শুরু করে। ইসরায়েলে দাবী তাদের ২৪০ জন নাগরিককে জিম্মি করেছে হামাস। এদের মধ্য যুদ্ধ বিরতির চুক্তির ভিত্তিতে কিছু জিম্মিকে মুক্তি দেয়া হয়। এখন প্রায় ১৩৭ জন জিম্মি বন্দী রয়েছে এবং তাদের মুক্তির দাবিতে শনিবার হাজার হাজার ইসরায়েলি তেল আবিবে সমাবেশ করেছে।
গাজার ২.৩ মিলিয়ন বাসিন্দাদের বেশিরভাগই তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে। তবে ইসরায়েলি বাহিনী বলে যে তারা নিরাপদ এলাকা দেখানো মানচিত্র সরবরাহ করে বেসামরিক হতাহতের সংখ্যা সীমিত করছে এবং তাদের মধ্যে লুকিয়ে বেসামরিকদের ক্ষতি করার জন্য হামাসকে দোষারোপ করছে, যা যোদ্ধারা অস্বীকার করছে।