Main Logo
আপডেট : ১২ জুলাই, ২০২৪ ২০:১১

কোটা আন্দোলনের নামে কেউ আইনশৃঙ্খলা ভাঙ্গলে ব্যবস্থা নেয়া হবে : ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক
কোটা আন্দোলনের নামে কেউ আইনশৃঙ্খলা ভাঙ্গলে ব্যবস্থা নেয়া হবে : ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, কোটা আন্দোলনের নামে কেউ আইনশৃঙ্খলাভঙ্গজনিত কোন কার্যক্রম করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে। শুক্রবার (১২ জুলাই)  ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন এবং ফল উৎসব অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ডিএমপি কমিশনার এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি আরো বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্বের পাশাপাশি ন্যায়বিচার নিশ্চিতে পুলিশকে সহায়তা করেন। পেশাগত দায়িত্বের পাশাপাশি ক্র্যাব ক্রীড়া প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। অনেক সময় অনুসন্ধানী প্রতিবেদন করে ন্যায়বিচার নিশ্চিতে পুলিশকে সহায়তা করেন সাংবাদিকরা। এজন্য সাংবাদিকদের ধন্যবাদ ও  কৃতজ্ঞতা জানান তিনি।
শিক্ষার্থীদের কোটা আন্দোলনের প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর এক মাসের স্থিতাবস্থা দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আদালতের প্রতি সবার আস্থা রাখা ও শ্রদ্ধা-সম্মান থাকা উচিত। আদালতের আদেশ মেনে চলার জন্য বাধ্য-বাধকতা রয়েছে। সেটি সবার করা উচিত বলে আমি মনে করি। কোটা আন্দোলনের নামে কেউ আইনশৃঙ্খলা ভঙ্গজনিত কোন কার্যক্রম করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি। অনুষ্ঠানে এ সময় যুক্ত ছিলেন ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি আবুল খায়ের, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ প্রমুখ।

উপরে