`ঘুষের টাকা গুনে নেওয়া সুন্নত’ বলা সেই এসআই বরখাস্ত
টাকা গুনে নেওয়া সুন্নত’ বলে ঘুষের টাকার নিচ্ছেন চাঁদপুরের হাজীগঞ্জ থানার সেই উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান। এমন ভিডিও ভাইরালের পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এই ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়।
তিনি বলেন, মঙ্গলবার (১২ নভেম্বর) সাময়িকভাবে এসআই মাহফুজুর রহমানকে বরখাস্ত করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) পঙ্কজ দে-কে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
‘চাঁদপুরে ঘুষ লেনদেনের ঘটনায় এসআই মাহফুজ ক্লোজড’ শিরোনামে বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এ এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ঘটনার পর তাকে প্রাথমিকভাবে হাজীগঞ্জ থানা থেকে পুলিশ লাইনে ক্লোজড করেন পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ আবদুর রকিব।
এর আগে গত সোমবার (১১ নভেম্বর) দুপুরে এসআই মাহফুজুর রহমানকে হাজীগঞ্জ থানা থেকে প্রত্যাহার করা হয়।
সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, হাজীগঞ্জের একটি দোকানে বসে সাদা পোশাকে এসআই মাহফুজুর রহমান ঘুষের টাকা গুনে নিচ্ছেন।
ভিডিওতে দেখা গেছে, এসআই মাহফুজুর রহমান স্থানীয় একটি দোকানের চেয়ারে খোশ মেজাজে বসে আছেন। তিনি বলছেন, ১০ হাজার টাকা কইছি। সামনে বসে থাকা এক ব্যক্তি বলছেন, সবুরে মেওয়া ফলে। পুলিশ কর্মকর্তা তার দিকে আঙুল উঁচিয়ে বলেন, এক টাকাও কম হইতো ন।
সামনে বসে থাকা ব্যক্তি বলেন, বস, একটু বসেন। এসআই তখন মুচকি হাসেন। মুখে আলতো করে হাত বুলিয়ে বলেন, কাম শেষ, এখন টিয়া। এসময় আরেক ব্যক্তি বলেন, মাহফুজ ভাই, আসলে যে মুরুব্বি, সে বেকার মানুষ তো জানেন। এসময় এসআই মাহফুজ হেসে হেসে বলেন, বেকার না আকার। তখন দ্বিতীয় ব্যক্তি বলেন, যাই হোক তার ছেলেমেয়ে বাদ, তিনি বেকার মানুষ। তিনি আগে ড্রেজার ব্যবসা-টেবসা করতেন। অনেকের কাছে টাকা পাওনা ছিল। এর আগে যাই দিছি দেখছেননি? তারে একজন দিয়ে গেছে, তার আবার ওষুধ কিনা লাগে, এরপর এ ঝামেলা লাগি গেছে।
এসময় মাহফুজ বলেন, দেন দেন। তখন প্রথম ব্যক্তি বলেন, গরিব মাইনশের লাগি একটু দিলটা নরম করেন। যেডিন ঝামেলা আছে।