Main Logo
আপডেট : ৮ মে, ২০২০ ১৭:০৩

ছড়া

সুখের চাবি

তাছাদ্দুক হোসেন

সুখের চাবি

 

আমার প্রিয় বই এনে দে
কই গেলো রে বল্
এই তো ছিলো এই এখানে
করিস নে কো ছল্।

ছবি আঁকার খাতা কোথায়?
গোটা পাঁচেক তুলি,
বাকসে রাখা পঁচিশখানা
রঙ,কেমনে ভুলি।

ছড়া ছবির ছড়া,
বল মা কোথায় হারিয়ে গেলো
টাটকা ছড়া বড়া।

খেলার সাথী ময়না সোনা
চাঁদপনা সে চাঁদ,
শিকলি কেটে ছাড়লো তারে
এ কোন ফাঁকি,ফাঁদ।

তুলতুলে গা মিনির
নিরেট খাঁটি গিনির
সে ও তো মেলে ডানা,
কোথায় গেলো পাইনে খুঁজে
আর তারি ঠিকানা।

বন্ধু ছাড়া একলা একা
থাকতে আমি চাই নে,
ফিরিয়ে দে না সুখের চাবি
নয়তো যাবো আইনে।

উপরে