আপডেট : ৩১ মে, ২০২০ ১৮:১৫
গন্তব্য
আশফাকুল নোমান
বাঁচাটাই অভীষ্ট যদি
তবে বাঁচতেই যে চাই
তবু মানুষ মৃত্যুর দিকে হাঁটে
প্রতিদিন, বাজিয়ে
জীবনের সানাই ।
বাঁচাটাই যদি জীবন হয়
তবে বাঁচার দিকেই হাঁট
বাঁচার দিকে হাঁটতে গিয়ে
মরণ ফাঁদকেই ডাক ।
জীবন মানে রোদের দিন
জীবন মানে জ্যোৎস্না রাত
একলা থাকার একটু সময়
স্বপ্ন ছুঁয়ে বাড়ায় হাত ।
জীবন মানে গন্তব্যহীন
এগিয়ে চলা রাত্রিদিন
জীবন মানে একটু রোদ
স্বপ্নটা যে খুব রঙিন ।
স্বপ্ন তবু আকাশ ছুঁয়ে
ঘুরে বেড়ায় মেঘের মত
পাখির মত , রোদের মত
রঙ বেরঙের স্বপ্ন যত ।
জীবন তাই বাঁচতে চায়
স্বপ্নলোকের পিছু ধায়
বাঁচতে কি আর পারে জীবন
কোথায় যেন সুতার নাটাই ।
তবু সবাই প্রতিদিন
ভান করে যাই রাত্রিদিন
মৃত্যুর দিকে হেঁটে গিয়ে
বলছি জীবন খুব রঙিন ।
যাবার সময় যাবো
সময় হওয়ার আগেই যদি যেতে হয় , যাবো ।
যাবার তাড়া তো কখনো থাকে না কারো
রোদের দুপুর তৃষ্ণায় মরে বৃষ্টিকে চাইলেই পারো
বৃষ্টির ছাঁটে রোদ মরে গেলে তৃষ্ণা কি ঘুচে কারো
সময় হওয়ার আগেই যদি যেতে হয় , যাবো ।
সময়টা হয়েছে কি ? বলবে কে আজ , বল
সময়ের ঘড়ি চালায় যে জন তার দেখা কি হল ?
তিনি না বললে বুঝবে কেমনে, সময়টা কখন হল
তোমরা যাকে অসময় বলছ, কীভাবে, কেন বল ?
ঘড়ির চাবি কার হাতে আছে
দেখ মেঘের কিনারায় সূর্য হাসে
মেঘ তবু জ্বলে না আলোর সন্তাপে
চাবি দেয়া ঘড়ি যেন ঘুরছে সাথে ।
তাই যাবার তাড়া না থাকলেও যদি যেতে হয় , যাবো ।
অসময় বলে কিছু নেই , প্রকৃতির সময়টা মানো
সময়ের চাবি যার হাতে আছে তিনিই জানেন , জানো
তাই সময় বা অসময় যখনই যেতে হয় , যাবো ।