Main Logo
আপডেট : ৫ নভেম্বর, ২০২৩ ১২:৫৩

ফেসবুক থেকে নেয়া

মেকাপম্যান মিহির ছিলেন তাজিন আহমেদ ও হুমায়রা হিমুর পাশে

এম এল গনি

মেকাপম্যান মিহির ছিলেন তাজিন আহমেদ ও হুমায়রা হিমুর পাশে


তরুণ-তরুণীদের কাছে চিত্রনায়ক-নায়িকারা রোল মডেল। তরুণেরা ধরে নেয় এরা ভিন গ্রহের মানুষ। কিন্তু, চিত্রজগতের ঝলমলে আলোয় আপাতঃ দ্যুতি ছড়ানো সিংহভাগ নায়ক-নায়িকারই ব্যক্তিগত জীবন গভীর অন্ধকারে একপ্রকার বিলীন। সাম্প্রতিক সময়ে অকালমৃত্যুর শিকার তাজিন আহমেদ আর হুমায়রা হিমু এ বিষয়টি আমাদের মনে করিয়ে দেয়।
পত্রিকান্তরে জানা গেল, মৃত্যুর আগে অভিনেত্রী তাজিন আহমেদ একা থাকতেন। একই অবস্থা ছিল অভিনেত্রী হিমুর ক্ষেত্রেও; নিঃসঙ্গ জীবন-যাপন করতেন এ অভিনেত্রী। মৃত্যুর সময় স্বজন-পরিজন কেউই পাশে ছিল না তাজিনের। একই দৃশ্য দেখা যায় অভিনেত্রী হিমুর ক্ষেত্রেও।
ঘটনাচক্রে মৃত্যুর সময় তাঁদের দুজনের পাশেই ছিলেন মেকআপম্যান মিহির, যাঁর দুই স্ত্রীই আত্মহত্যা করেছিলেন বলে জানা গেছে। 
তরুণ-তরুণীদের কাছে চিত্রনায়ক-নায়িকারা রোল মডেল। তরুণেরা ধরে নেয় এরা ভিন গ্রহের মানুষ। কিন্তু, চিত্রজগতের ঝলমলে আলোয় আপাতঃ দ্যুতি ছড়ানো সিংহভাগ নায়ক-নায়িকারই ব্যক্তিগত জীবন গভীর অন্ধকারে একপ্রকার বিলীন। সাম্প্রতিক সময়ে অকালমৃত্যুর শিকার তাজিন আহমেদ আর হুমায়রা হিমু এ বিষয়টি আমাদের মনে করিয়ে দেয়।
পত্রিকান্তরে জানা গেল, মৃত্যুর আগে অভিনেত্রী তাজিন আহমেদ একা থাকতেন। একই অবস্থা ছিল অভিনেত্রী হিমুর ক্ষেত্রেও; নিঃসঙ্গ জীবন-যাপন করতেন এ অভিনেত্রী। মৃত্যুর সময় স্বজন-পরিজন কেউই পাশে ছিল না তাজিনের। একই দৃশ্য দেখা যায় অভিনেত্রী হিমুর ক্ষেত্রেও।
ঘটনাচক্রে মৃত্যুর সময় তাঁদের দুজনের পাশেই ছিলেন মেকআপম্যান মিহির, যাঁর দুই স্ত্রীই আত্মহত্যা করেছিলেন বলে জানা গেছে।

উপরে