Main Logo
আপডেট : ৮ নভেম্বর, ২০২৩ ১৪:১২

ফেসবুক থেকে নেয়া

নিউ ইয়র্কে সাংবাদিকদের দোকান এখন ৭টা

সোহেল মাহমুদ

নিউ ইয়র্কে সাংবাদিকদের দোকান এখন ৭টা
সোহেল মাহমুদ

নিউ ইয়র্কে সাংবাদিকদের দোকান এখন ৭টা। আমার জানামতে। তো, এদের এক "কঠিন" সদস্যের কিছু কাজ দেখে দুপুর থেকে আমার শ্বাসকষ্ট হচ্ছে। পড়ালেখা নাই। পেশাগত কোন শিক্ষা নাই। নিজের নামটা উচ্চারণ করতে পারে না, একটা সাইনবোর্ড লাগিয়ে এরাই বড্ডা সাংবাদিক। অনুষ্ঠানে গিয়ে একশ' ডলার না পেলে একে তাকে হুমকি দেয়ার মতো কাণ্ড ঘটানো এদের জন্য স্বাভাবিক। 
শুদ্ধাচার একটা ব্রত। 
এই ব্রতে এই সমাজে আপনারা কে কে নাই, চোখ বন্ধ করে বলা যায়। আপনি ব্রতে না থাকলে কারোর সমস্যা নাই। সমস্যা অন্য জায়গায় - এই যে অশুদ্ধ লোকজনকে, ধান্ধাবাজদেরকে, অযোগ্য লোকদেরকে আপনি প্রনোদনা দিচ্ছেন, সমর্থন আর সঙ্গ দিচ্ছেন, সেটাই যদি মানে পরিণত হয়, তাহলে সেটা গোটা সমাজ দেখার দর্পন হয়ে যায়।  
ভাবুন তো, যাদের আপনি অতিথি হয়ে অভিষিক্ত করছেন, যাদের আপনি প্রশংসাপত্র দিচ্ছেন, তারা যদি এই সমাজে সাংবাদিকতার মানদণ্ড হয়, তাহলে আপনার অবস্থা কী?

উপরে