Main Logo
আপডেট : ৯ নভেম্বর, ২০২৩ ১২:১৮

সাবেক সেনা প্রধান বললেন- `আমি আসলে বেরসিক নই"

নিজস্ব প্রতিবেদক
সাবেক সেনা প্রধান বললেন- `আমি আসলে বেরসিক নই

আজিজ অহমেদ ছিলেন বাংলাদেশ সেনা বাহনীর প্রধান। এর আগে তিনি বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)'র প্রধান ছিলেন। এখন অবসর সময় কাটাচ্ছেন। অফুরন্ত সময়ে তাকে ফেসবুকে সরব থাকতে দেখা যায়। গতকাল তার স্ত্রীর ও নিজের ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, 

‌‌কোর্সমেটদের আড্ডায় আমার কথায় স্ত্রীর অট্টহাসি দেখে সেদিন মনে হয়েছিল, কঠিন চেহারার এই আমি আসলে বেরসিক নই।
তার পোস্টে অনেকে কমেন্ট করেছেন। তাদের একজন সারোয়ার হোসেন লিখেছেন- যে বলেছে আপনি কঠিন। আপনার পদ পদবীর জন্যে যেখানে যেভাবে আচরণ করা প্রয়োজন সেভাবেই ছিলেন। আপনি বাহিনীকে সুসংহত রেখে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে সুশাসনে সহয়তা করে দেশকে অনেক দূর নিয়ে এসেছেন। আপনাকে নিয়ে আমি গর্বীত আপনি আমার দূরসম্পর্কের আত্মীয়। আপনার দীর্ঘজীবন কামনা করি ।
সানি আশরাফ লিখেছেন- জীবন যেখানে যেমন প্রয়োজন, শুধু হাসি, তামাশা নিয়ে থাকলে মানুষ বলবে Joker. একটু কঠিন হলে বলবে কঠোর রস কস নেই। গুরু দায়িত্ব পালনে অনেক সময় কঠোর হতে হয় , কখনো ব্যালেন্স করে চলতে হয়। মনে হয় আপনি সফল হয়েছেন। আল্লাহ আপনার নেক হায়াত দারাজ করুন।

উপরে