Main Logo
আপডেট : ১ মার্চ, ২০২১ ০৮:৩৫

কন্ট্র্যাক্ট-এ আরিফিন শুভ ও আইশা খান

অনলাইন ডেস্ক
কন্ট্র্যাক্ট-এ আরিফিন শুভ ও আইশা খান
আরিফিন শুভ ও আইশা খান

এক নজরে

সর্বশেষ
তথ্যপ্রযুক্তি
রিপোর্টার্স ডায়েরি
জাতীয়
বাণিজ্য
পরবাস
বিনোদন
ইসলামী জীবন
সারাবাংলা
খেলাধুলা
সারাবিশ্ব
পাঠককণ্ঠ
ভাইরাল
জীবনযাপন
বিবিধ
ফের রক্তাক্ত মিয়ানমারের রাজপথ ( ১ মার্চ, ২০২১ ০২:৪৪ )
PreviousPauseNext

আরিফিন শুভর সঙ্গে কে এই 'উমা'
মাহতাব হোসেন   ২৮ ফেব্রুয়ারি, ২০২১ ১৪:২১ | পড়া যাবে ৪ মিনিটেপ্রিন্ট
 কন্ট্র্যাক্ট-এ আরিফিন শুভ ও আইশা খান

ভারতের অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম জন্য নির্মিত হয়েছে ওয়েব সিরিজ 'কন্ট্র্যাক্ট।' এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ। গত ডিসেম্বরেই ওয়েব সিরিজটির কাজ শেষ হয়েছে।
আরিফিন শুভর বিপরীতে এখানে অভিনয় করেছেন আইশা খান। যদিও নির্মাতাদের মতে এখানে সকলেই মূখ্য চরিত্রে অভিনয় করছেন- সকলেই বলতে চঞ্চল চৌধুরী, রাফিয়াথ রশিদ মিথিলা, শ্যামল মাওলা-সহ অনেকেই। 
ছবিটি  তানিম নূরের সঙ্গে যৌথভাবে পরিচালনা করছে কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। কালের কণ্ঠকে কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় বলছেন, '৬ পর্বের এই ওয়েব সিরিজ সকল চরিত্রই সমান গুরুত্বের, সমান ভূমিকার।'
ওয়েব সিরিজের ৬ টি পর্ব প্রথম সিজন হিসেবে প্রচারের অপেক্ষায় থাকলেও দ্বিতীয় সিজনের পরিকল্পনাও নেওয়া রয়েছে। তবে তারপরে আর কোনো সিজন করা হবে কি না তা নিয়ে এখনও আলোচনা হয়নি বলে কৃষ্ণেন্দু জানান।

লেখক নাজিমউদ্দিনের কন্ট্র্যাক্ট উপন্যাস অবলম্বনে এই সিরিজটি নির্মাণ করা হয়েছে। বিশ্বে সবচেয়ে বড় বই রিভিউ প্রদানের প্ল্যাটফর্ম 'গুডরিডস' এ বাঙালি পাঠকদের বেশ ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। ঠিক এই কারণের ওপর ভর করেই এর একটা বড় দর্শক সমাগম হবে বলে নির্মাতারা মনে করছেন। তবে একসাথে অনেক তারকাদের উপস্থিতিও একটা মূখ্য বিষয়।
কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় বলছেন, 'আমরা একটা লেভেলের স্ট্যান্ডার্ড মেইনটেন করেছি। জনপ্রিয় একটি উপন্যাস অবলম্বনে যেহেতু করা এই সিরিজটি সেহেতুই আমরা সেইসকল পাঠকদের দর্শক হিসেবে পাবো। এর বাইরে যেসকল দর্শক আসবেন, তাদের সিরিজটি  চুম্বকের মতো টেনে রাখবে। শেষ না হওয়া পর্যন্ত স্ক্রিন থেকে উঠবেন না। আর বাংলাদেশের প্রেক্ষাপটে পলিটিক্যাল থ্রিলার সেই অর্থে হয়নি, কন্ট্র্যাক্ট নতুন একটা স্বাদ দেবে দর্শকদের।' 
সকল পরিচিত তারকাদের মধ্যে আরিফিন শুভর বিপরীতে দেখা গেছে আইশা খানকে। আরিফিন শুভর অনেক ভক্তই চিনতে পারছেন আইশা খানকে। যিনি এই ওয়েব সিরিজে উমা চরিত্র করছেন। কে এই আইশা? অন্ত সোশ্যাল মিডিয়ায় সূত্রে এই প্রশ্ন পাওয়া গেছে অনেকগুলো। বিজ্ঞাপনচিত্রে আইশা খুব পরিচিত মুখ, সেনোরার একটি বিজ্ঞাপন দিয়ে আলোচনা এসে করেছেন- একের পর এক বড় বড় মাল্টিন্যাশনাল ও মোবাইল অপারেটর কম্পানির বিজ্ঞাপন। ক্লোজআপ কাছে আসার অমাপ্ত গল্পে অভিনয় করেছেন। আইশা চলচ্চিত্রেও মূখ্য চরিত্রে অভিনয় করেছেন।

কন্ট্র্যাক্ট ওয়েব সিরিজে কাজের  প্রসঙ্গে জানতে চাইলে আইশা খুব বেশি কথা বলেননি। আইশা বললেন, 'আমি উমা চরিত্রে কাজ করছিও। এই ওয়েব সিরিজে আরিফিন শুভ ভাইয়ার ছাড়াও বিভিন্ন তারকা শিল্পীদের সঙ্গে কাজ করা হয়েছে। এটা একটা ভালো অভিজ্ঞতা খুব ভালো একটা কাজ। এর বাইরে আসলে আমার বলার কিছু নেই। জানতে হলে নির্মাতাদের সঙ্গে কথা বলতে হবে।'

চলচ্চিত্র থেকে ওয়েব সিরিজে কেন? এই প্রশ্নের জবাব গণমাধ্যমে দিয়েছেন আরিফিন শুভ। তিনি বলেন, 'স্বার্থপরের মতো লোভী হয়ে এই ওয়েব সিরিজের প্রতি আগ্রহী হয়েছি আমি। প্রথম লোভ বলা যায় গল্পটা। এরপরে দ্বিতীয় লোভ- পরিচালকবৃন্দ বা টোটাল টিমটা, তৃতীয় লোভ কলাকুশলী যারা আছে। এটার যে ডিওপি আছে, তার লোভ। গল্প, পরিচালক এবং অবশ্যই এটার যে প্ল্যাটফর্ম। নিঃসন্দেহে এটা বহির্বিশ্বে প্রতিষ্ঠিত একটা প্ল্যাটফর্ম, বিশেষ করে ভারতে।’

নির্মাতা কৃষ্ণেন্দু জানালেন, 'এটা একটা অপেক্ষার কাজ। তবে সেই অপেক্ষার অবসান হচ্ছে। আগামী মার্চেই কন্ট্র্যাক্ট ওয়েব সিরিজটি মুক্তি পেতে যাচ্ছে।'

কন্ট্র্যাক্ট উপন্যাসের সারাংশ হলো- পাঁচ লক্ষ টাকা দামের একটি টেলিফোন কল! কোটি টাকার ষড়যন্ত্র। পেশাদার খুনি বাস্টার্ডকে ফিরে আসতে হলো দেশে; একটি লাইফটাইম কন্ট্রাক্ট । আত্মবিশ্বাসী বাস্টার্ড তার মিশনে নেমে পড়তেই সব কিছু জট পাকাতে শুরু করে। বিশাল এক ষড়যন্ত্রের অংশ হয়ে যায় সে। এ দিকে দৃশ্যপটে আর্বিভূত হয় হোমিসাইড ইনভেস্টিগেটর জেফরি বেগ। তাদের দু’জনের লক্ষ্য একেবারেই ভিন্ন। ষড়যন্ত্র আর পাল্টা ষড়যন্ত্র-রাজনীতি আর অন্ধকার জগতের উপাখ্যান। ঠিক এই গল্পকে অবলম্বন করেই ওয়েব সিরিজটি নির্মিত হয়েছে।

সূত্র : কালের কণ্ঠ

উপরে