Main Logo
আপডেট : ১২ জুন, ২০২৪ ১৫:২৩

ভারতীয় সিনেমা নিয়ে মত পাল্টালেন ডিপজল, জন্মদিনের উপহার বললেন নিপুণ

নিজস্ব প্রতিবেদক
ভারতীয় সিনেমা নিয়ে মত পাল্টালেন ডিপজল, জন্মদিনের উপহার বললেন নিপুণ

দেশের সিনেমা হলে হিন্দি সিনেমা চালানোর বিপক্ষে সোচ্চার ছিলেন মনোয়ার হোসেন ডিপজল।  হিন্দি সিনেমা আমদানি ঠেকাবেন বলে আন্দোলনের ঘোষণাও দিয়েছিলেন ঢাকাই ছবির জনপ্রিয় খল অভিনেতা।

 তবে সম্প্রতি মত পাল্টালেন তিনি। জানালেন, হিন্দি সিনেমা আসুক, তাতে আপত্তি নেই।

আর ডিপজলের এই মত পাল্টানো নিজের জন্মদিনের উপহার বললেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।

‘যে কারণে হিন্দি সিনেমা আমদানির পক্ষে মত দিলেন ডিপজল’, এমন একটি খবরের লিংক নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আমার জন্মদিনের উপহার। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক থাকাকালে আমাদের প্রেক্ষাগৃহ বাঁচাতে হিন্দি সিনেমা প্রদর্শনের প্রস্তাব করেছিলাম। ’ 

সম্প্রতি রাজধানীর নয়াপল্টনের একটি হোটেলে এক অনুষ্ঠানে হিন্দি সিনেমা আমদানির পক্ষে মতামত দেন ডিপজল।

তিনি বলেন,‘হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ক্ষতিকর, তবে এখন হলও বাঁচাতে হবে। তাই আপাতত সবার সঙ্গে আমিও একমত, হিন্দি সিনেমা আসুক। একই সঙ্গে আমাদেরও ভালো মানের সিনেমা নির্মাণের বিকল্প নেই। ’

ইন্ডাস্ট্রির কথা চিন্তা করেই মত বদলেছেন বলে জানান তিনি।

উপরে